Virat Kohli vs Naveen Ul Haq : ঘুঁটে পোড়ে গোবর হাসে, বিরাট বিদায়ের পর নবীনের রুচিহীন পোস্ট!
IPL 2023 : ২০২৩ আইপিএলে নবীন উল হকের পারফরম্যান্স বলার মতো নয়। তবে শিরোনামে রয়েছেন তিনি। বলা ভালো, নিজেকে শিরোনামে রেখেছেন।
কলকাতা: কোনওক্রমে রিঙ্কু সিংয়ের প্রহার থেকে নিজেদের বাঁচিয়ে প্লে অফে প্রবেশ করেছে লখনউ সুপার জায়ান্টস। শনিবার রাতে ইডেন গার্ডেন্সে মাত্র ১ রানে জয়ী হয় লখনউ। রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হেরে বিরাট কোহলিরা (Virat Kohli) প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে ট্রফি জয়ের লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স। এত কিছুর মধ্যে বিরাট কোহলির সঙ্গে শত্রুতা বজায় রেখেছেন সুপার জায়ান্টস পেসার নবীন উল হক। বিরাটদের স্বপ্ন ভঙ্গ হতেই ফের আসরে নবীন (Naveen Ul Haq)। গুজরাটের জয়ে আরসিবির (RCB) প্লে অফ স্বপ্ন চুরমার হয়েছে দেখে খুব হাসি পেয়েছে নবীনের। আফগান পেসারের ইনস্টাগ্রাম স্টোরি তারই ইঙ্গিত দিচ্ছে। বিরাট ও আরসিবি ভক্তদের গা জ্বলে গিয়েছে নবীনের ইনস্টা স্টোরি দেখে। নেটিজেদের বক্তব্য, এ বার একটু বেশিই বাড়াবাড়ি করছেন নবীন। বিস্তারিত Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
২০২৩ আইপিএলে নবীন উল হকের পারফরম্যান্স বলার মতো নয়। তবে শিরোনামে রয়েছেন তিনি। বলা ভালো, নিজেকে শিরোনামে রেখেছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ‘শত্রুতা’র খেলায় মেতেছেন। সপ্তাহ তিনেক আগে একানা স্টেডিয়ামে আরসিবি বনাম এলএসজি ম্যাচে দু’জনে ঝামেলায় জড়িয়েছিলেন। নবীন সেই ঝামেলাকে এখনও বয়ে নিয়ে চলেছেন। বিরাট বা আরসিবি ব্যর্থ হলেই কটাক্ষ করে পোস্ট করতেন। রবিবার রাতের ইনস্টা স্টোরি অন্য সবকিছুকে ছাপিয়ে গেল। স্টোরিতে এক টিভি প্রেজেন্টারের ভিডিয়ো দিয়েছেন নবীন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, টিভি প্রেজেন্টারের অট্টহাসি। গড়িয়ে পড়ে হাসছেন তিনি। নেটিজেনদের দাবি, এই ভিডিয়োর মাধ্যমে বিরাটদের হারে নিজের প্রতিক্রিয়া বোঝাতে চাইলেন নবীন।
ইনস্টা স্টোরি তুলে ধরে একজন লিখেছেন, “নবীন উল হকের মাথায় সবসময় বসে আছেন বিরাট কোহলি। আমার মনে হয় না বিরাটের এতে কিছু যায় আসে। একেবারেই রুচিহীন।” অন্য একজনের জিজ্ঞাসা, “নবীন কি ভারতের সবচেয়ে ঘৃণ্য ক্রিকেটারে পরিণত হতে চায়?” বিরাট কোহলির সঙ্গে ঝামেলাকে এতদূর পর্যন্ত টেনে নিয়ে আসায় তাঁর স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন উঠছে। দেখুন নেটিজেনরা কী বলছেন-
Virat Kohli lives rent free in Naveen Ul Haq’s head.
Don’t think Kohli gives any thought to Naveen, unless he’s part of an opposition and pre-match preparation talks.
Naveen added this to his Insta story of LSG’s win against KKR – about a minute after RCB lost. Tasteless. pic.twitter.com/aHd1uFz655
— Saurabh Somani (@saurabh_42) May 21, 2023
naveen ul haq tumhara rail banaya jaayega! Behaving like a troll mf pic.twitter.com/GX0vIxpTUc
— BALA (@erbmjha) May 21, 2023