
নয়াদিল্লি: এশিয়া কাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে আফগানিস্তান। তার আগে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও হেরেছে তারা। এশিয়া কাপে গ্রুপে বিদায় নিলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে আফগান টিম। অল্পের জন্য মিরাকল হয়নি। তাহলে হয়তো এশিয়া কাপে সে দিনই ছিটকে যেত গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। পাকিস্তান সিরিজ এবং এশিয়া কাপে ছিলেন না দলের তরুণ পেসার নবীন উল হক। বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হল তাঁকে। নবীন সুযোগ পেতেই শুরু হয়ে গিয়েছে নানা আলোচনা। ১১ অক্টোবর ফের বিরাট কোহলি বনাম নবীন উল হক! এ বার বিশ্বকাপের মঞ্চে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টে খেলেছেন আফগান পেসার নবীন উল হক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টের দুই লেগের ম্যাচেই আলোচনার কেন্দ্রে ছিল বিরাট বনাম নবীন। এই বিতর্ক বহুদূর গড়িয়েছে। লখনউ ম্যাচের পর বিরাট অল্প রানে আউট হতেই সোশ্যাল মিডিয়ায় বিরাটকে বিদ্রুপ করতে নানা পোস্ট করেছেন নবীন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল, ‘সুইট ম্যাঙ্গো’ বিরাট আউট হলেই মিষ্টি আম খাওয়ার ছবি পোস্ট করেন নবীন। ইঙ্গিত বিরাট কোহলিকে বিদ্রুপ করা। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির প্রতি নবীনের আচরণকে ক্রিকেট প্রেমীরা ভালো ভাবে নেননি। নবীন একাদশে সুযোগ না পেলে তাই নানা বিদ্রুপ হয়েছে তাঁকে নিয়েও।
বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। এশিয়া কাপে থাকলেও এই স্কোয়াডে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডার গুলবদিন নায়েবের। গত বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন গুলবদিন। এশিয়া কাপে দু-ম্যাচে ৭ উইকেট নিয়েও বাদ। জায়গা দেওয়া হল নবীন উল হককে। দেশের হয় এখনও অবধি সাতটি ওডিআই খেলেছেন। শেষ বার এই ফরম্যাটে দেশের প্রতিনিধিত্ব করেছেন ২০২১ সালের শুরুতে।
আফগানিস্তানকে নেতৃত্ব দেবে হসমতুল্লা শাহিদিই। পাকিস্তান সিরিজ ও এশিয়া কাপের স্কোয়াডে থেকে চারটি পরিবর্তন হয়েছে। গুলবদিনের পাশাপাশি জায়গা হারিয়েছেন করিম জানাত, শারাফুদ্দিন আশরফ, সুলেমান সফি। ঘোষিত আফগান স্কোয়াড- হসমতুল্লা শাহিদি, রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লা জাদরান, মহম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতুল্লা ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আব্দুল রহমান, নবীন উল হক।