AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup 2023: নেপালের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ভারতের টার্গেট ২৩১ রান

IND vs NEP: পাল্লেকেলে ভারতের বিরুদ্ধে দারুণ লড়াই করল নেপাল। সুপার ফোরে উঠতে হলে ভারতকে তুলতে হবে ২৩১ রান।

Asia Cup 2023: নেপালের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ভারতের টার্গেট ২৩১ রান
নেপালের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ভারতের টার্গেট ২৩১ রান
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 8:27 PM
Share

পাল্লেকেলে: মেন ইন ব্লুর লক্ষ্য আপাতত এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোর। তার জন্য ভারতকে নেপালের বিরুদ্ধে (IND vs NEP) তুলতে হবে ২৩১ রান। পাল্লেকেলে বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ ধুয়ে গিয়েছিল। ভারত বনাম নেপাল ম্যাচও মাঝে মাঝে বৃষ্টির কারণে থমকে গিয়েছিল। টস জিতে নেপালের বিরুদ্ধে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজারা তিনটি করে উইকেট নেন। নির্ধারিত ৫০ ওভার অবশ্য খেলতে পারেনি নেপাল। তবে ভারতের মতো দলের বিরুদ্ধে নেপাল যে রুখে দাঁড়াতে সফল হয়েছে। তা বেশ প্রশংসনীয়। নেপালের দুই ওপেনার কুশল ভূর্তেলা, আসিফ শেখ এবং লোয়ার অর্ডারে সোমপাল কামি ভালো পারফর্ম করেছেন। সব মিলিয়ে ২৩০ রান তোলে নেপাল। ডু অর ডাই ম্যাচ জিততে ভারতের চাই ২৩১ রান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতের দ্বিতীয় প্রতিপক্ষ নেপাল। তাদের বিরুদ্ধে রোহিতের লক্ষ্য ছিল বোলিং আক্রমণকে প্রস্তুতির সুযোগ দেওয়া। প্রথম পাঁচ ওভারের মধ্যে তিনটি ক্যাচ ফসকে বোলারদের কাজ কঠিন করেন শ্রেয়স, বিরাট-ঈশানরা। গ্রাউন্ড ফিল্ডিংয়েও প্রচুর আঙুল তোলার সুযোগ করে দিয়েছেন ভারতের ক্রিকেটাররা। পুরো ম্যাচে মোট ৪টি ক্যাচ মিস হয়েছে।

নেপালের ওপেনিং জুটি জমাট হয়েছিল। শুরুর প্রায় ১০ ওভার অবধি কোনও উইকেট হারায়নি নেপাল। পাওয়ার প্লে-তে ভারতকে প্রথম উইকেট এনে দেন শার্দূল ঠাকুর। ৩৮ রান করে ফেরেন কুশল ভূর্তেল। এরপর নিয়মিত ব্যবধানে এক এক করে উইকেট হারাতে থাকে নেপাল। ভারতের বিরুদ্ধে অবশ্য দারুণ লড়াই করেছেন ওপেনার আসিফ শেখ (৫৮) এবং সোমপাল কামি (৪৮)। গুলসন ঝা ও দীপেন্দ্র সিং যথাক্রমে করেন ২৩ ও ২৯ রান। জাডেজা-সিরাজ ৩টি করে উইকেট নেন। আর ১টি করে উইকেট নেন সামি, হার্দিক ও শার্দূল।

ইনিংস বিরতিতে আসিফ শেখ বলেন, ‘শুরুর দিকের ওভার গুলো কাজে লাগাতে পেরেছিলাম। তাই চাইছিলাম যতটা সম্ভব পরিকল্পনা কাজে লাগাতে। ৪০ ওভার অবধি ব্যাটিং করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত তা হয়নি। ২৩০ টার্গেটটা বেশ ভালো। আমার মনে হয় এতে আমরা ভারতকে আটকাতে পারব। এত বড় মঞ্চে আমরা নিজেদের তুলে ধরতে চাইছি। নেপালি ফ্যানরা সারা বিশ্বে ছড়িয়ে। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা যেখানেই যাই, ওরা আমাদের সমর্থন করতে পৌঁছে যায়।’

বৃষ্টির চোখ রাঙানির মাঝে ভারত কি পারবে ২৩১ রানের টার্গেট পূরণ করতে? এ বার এটাই দেখার।