AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NEPAL CRICKET: ছয় ছক্কার রেকর্ড, যুবরাজ-পোলার্ডের পাশে নেপালের ক্রিকেটার

SIX SIXES in an Over: উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ সালের সেই বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। অবাক হয়েছিল ক্রিকেট বিশ্ব। স্টুয়ার্টের বাবা আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সে সময় যুবরাজ সিংকে বলেছিলেন, তাঁর ছেলের কেরিয়ারটাই যেন শেষ হয়ে গেল। স্টুয়ার্ট ব্রড পরবর্তীতে দারুণ প্রত্যাবর্তন করেছিল। গত অ্যাসেজেই অবসর নিয়েছেন ব্রড।

NEPAL CRICKET: ছয় ছক্কার রেকর্ড, যুবরাজ-পোলার্ডের পাশে নেপালের ক্রিকেটার
Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Apr 13, 2024 | 10:05 PM

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার রেকর্ড গড়লেন নেপালের এক ক্রিকেটার। কাতারের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড। ইনিংসের শেষ ওভারে ছয় ছক্কা মারেন দীপেন্দ্র সিং আইরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় ছক্কার রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। পরবর্তীতে এই রেকর্ডে ভাগ বসান ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড। তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মারার নজিরে যুবি, পোলার্ডের পাশে নেপালের ক্রিকেটার।

উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ সালের সেই বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। অবাক হয়েছিল ক্রিকেট বিশ্ব। স্টুয়ার্টের বাবা আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সে সময় যুবরাজ সিংকে বলেছিলেন, তাঁর ছেলের কেরিয়ারটাই যেন শেষ হয়ে গেল। স্টুয়ার্ট ব্রড পরবর্তীতে দারুণ প্রত্যাবর্তন করেছিল। গত অ্যাসেজেই অবসর নিয়েছেন ব্রড। আইপিএলে বিশেষজ্ঞ হিসেবেও রয়েছেন। ছয় ছক্কা প্রসঙ্গ উঠলে, তাঁর নামও আসবেই।

যুবরাজের সেই রেকর্ড অক্ষত ছিল ২০২১ সাল অবধি। সে বছর কায়রন পোলার্ড ছয় ছক্কা মেরেছিলেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়কে। এ বার তৃতীয় ক্রিকেটার হিসেবে দীপেন্দ্র। কাতারের মিডিয়াম পেসার কামরান খানের বোলিংয়ে ইনিংসের শেষ ওভারে ছয় ছক্কা মারেন। ১৫ বলে ২৮ রানে খেলছিলেন দীপেন্দ্র। ছয় ছক্কার সৌজন্যে ২১ বলে ৬৪ রান করেন নেপালের এই ক্রিকেটার। ম্যাচটি ৩২ রানে জেতে নেপাল। ব্যাটিংয়ে নতুন কারনামার পর বল হাতেও জোড়া উইকেট দীপেন্দ্রর।