Bangla NewsSportsCricket news Netherlands vs Afghanistan, ICC ODI World Cup 2023 match Stats Preview of Players Records and Approaching Milestones
ICC World Cup 2023: আগ্রাসী ছকে কমলা-বধ চায় আফগানরা, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি…
Netherlands vs Afghanistan, ICC World Cup 2023: আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে লখনউতে জয়ের খোঁজেই নামবেন হসমতউল্লাহ শাহিদি, মুজিব উর রহমানরা। আফগানদের পকেটে রয়েছে ৬ পয়েন্ট। এই ম্যাচ জিতলে তা হবে ৮। রশিদরা যত এগোবেন, তত কিন্তু কঠিন হবে শেষ চারের অঙ্ক। নেদারল্যান্ডস ইডেনে তাদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল। ফলে সহজে আফগানদের সামনে স্কট এডওয়ার্ডসের দল আত্মসমর্পন করতে চাইবে না।
আগ্রাসী ছকে কমলা-বধ চায় আফগানরা, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি...
Follow Us
লখনউ: অঘটনকে নিয়ম করে ফেলেছেন রশিদ খানরা। আরও ভালো করে বললে বিশ্বকাপের (ICC World Cup 2023) সব অঙ্ক ঘেঁটে দিয়েছে আফগানিস্তান। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে লখনউতে জয়ের খোঁজেই নামবেন হসমতউল্লাহ শাহিদি, মুজিব উর রহমানরা। আফগানদের পকেটে রয়েছে ৬ পয়েন্ট। এই ম্যাচ জিতলে তা হবে ৮। রশিদরা যত এগোবেন, তত কিন্তু কঠিন হবে শেষ চারের অঙ্ক। নেদারল্যান্ডস (Netherlands) ইডেনে তাদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল। ফলে সহজে আফগানদের (Afghanistan) সামনে স্কট এডওয়ার্ডসের দল আত্মসমর্পন করতে চাইবে না। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
ওডিআইতে নেদারল্যান্ডস ও আফগানিস্তানের সাক্ষাৎ হয়েছে ৯ বার। তাতে আফগানরা জিতেছে ৭ বার। আর ডাচরা জিতেছে ২ বার। জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে থাকা আফগানিস্তান এ বার লখনউতে ডাচদের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে কেমন পারফর্ম করে সেটাই দেখার। তার আগে এক ঝলকে দেখে নিন এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন —
মহম্মদ নবি – আফগান তারকা ক্রিকেটার মহম্মদ নবি আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ছক্কার সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার জন্য নবিকে মারতে হবে আর ২টি ছয়।
মুজিব উর রহমান – আফগানিস্তানের মুজিব উর রহমান ওডিআইতে উইকেটের সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার জন্য মুজিবের আর চাই ১টি উইকেট।
রহমানুল্লা গুরবাজ – ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য আফগান তারকা ক্রিকেটার রহমানুল্লা গুরবাজের আর প্রয়োজন ৬টি ছয়।
ওয়েসলি বারেসি – নেদারল্যান্ডসের ক্রিকেটার ওয়েসলি বারেসি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০টি চারের রেকর্ডের সামনে রয়েছেন। এই মাইলস্টোন স্পর্শ করার জন্য বারেসির প্রয়োজন আর ৩টি চার।
বিক্রমজিৎ সিং – ডাচ তারকা ক্রিকেটার বিক্রমজিৎ সিং আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করার পথে রয়েছেন। তার জন্য বিক্রমজিতকে আর ৯৪ রান করতে হবে।
রহমত শাহ – আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রানের রেকর্ড গড়ার জন্য আফগান ক্রিকেটার রহমত শাহর প্রয়োজন আর ৯৫ রান।