
লখনউ: দেখতে-দেখতে ৩৪ তম ম্য়াচে পৌঁছে গেল তেইশের বিশ্বকাপ (। গ্রুপ পর্বেই একের পর এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী ক্রিকেটবিশ্ব। ধীরে-ধীরে এ বার সেমিফাইনালের দিকে এগোচ্ছে দলগুলি। এ বার বিশ্বকাপের ৩৪ তম ম্য়াচে মুখোমুখি নেদারল্যান্ডস ও আফগানিস্তান। এখনও পর্যন্ত ছয়টি ম্যাচে অংশ নিয়েছে দুই দল। ছয় ম্যাচের দুইটিতে জয় পেয়েছে নেদারল্যান্ডস। চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে জায়গা হয়েছে ডাচদের। অন্যদিকে তথাকথিত ভালো দলগুলিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে আফগানিস্তান। টানা দুুই ম্য়াচ জিতে ছয় পয়েন্ট আফগানদের ঝুলিতে। জয়ের হ্যাটট্রিকের সন্ধানে ডাচদের বিরুদ্ধে মাঠে নামবেন রশিদ খানরা। কবে, কখন দেখবেন নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটি কবে হবে?
নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটি হবে ৩ রা নভেম্বর, শুক্রবার।
নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটি কখন শুরু হবে?
নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটি শুরু হবে দুপুর ২ টোয়।
নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটির টস কখন হবে?
নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটি কোথায় হবে?
নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটি অনুষ্ঠিত হবে লখনউের একানা স্টেডিয়ামে।
নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটি কোথায় দেখবেন?
নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান ম্য়াচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।