কলকাতা: শনি-দুপুরের জন্য যেন তর সইছে না তিলোত্তমার ক্রিকেট প্রেমীদের। শুধু কি তাই? এমনটা বললে অসম্পূর্ণ বলা হবে। কারণ ওপার বাংলা থেকে একাধিক ক্রিকেট প্রেমী চলে এসেছেন কলকাতায়। কারণ, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আজ সাকিব আল হাসানের বাংলাদেশের (Bangladesh) ম্যাচ। প্রতিপক্ষ স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস (Netherlands)। একদিক থেকে ক্রিকেটের নন্দনকানন বাংলাদেশের জন্য ‘ঘরের মাঠ’। ভারতের পড়শি দেশে খেলা, তাই স্বাভাবিকভাবেই টাইগার্সদের সমর্থকরা যে ইডেন ভরাতে হাজির হবে এ কথা ডাচরাও জানে। তবে ডাচদের কাছে ইডেন অবশ্য এক্কেবারে অজানা নয়। সেই ২০১১ সালের বিশ্বকাপে আইরিশদের বিরুদ্ধে খেলেছিল নেদারল্যান্ড। সেই ম্যাচে অবশ্য জয় ধরা দেয়নি। কিন্ত আজ বাংলাদেশকে হারিয়ে ক্রিকেটের নন্দনকানন থেকে ২ পয়েন্ট তুলে নিতে মরিয়া ডাচরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইডেনের গ্যালারি থেকে টাইগার্স সমর্থকরা যে সাকিব, লিটন, মুস্তাফিজুরদের নামে স্লোগান দেবেন, তা ভালো মতোই জানে ডাচ শিবির। কিন্তু ইডেনের গ্যালারিতে থাকা ক্রিকেট প্রেমীদের থেকে স্কট-বিক্রমজিতদের আশা, তাঁরা ভালো ক্রিকেট খেললে যেন সমর্থনটুকু পায়। আজ লক্ষ্মীপুজো। শুক্রবার কলকাতায় ছিল দুর্গা কার্নিভাল। যে কারণে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের অনুশীলন একসঙ্গে হয়েছিল। ইডেনে দুই দলের অনুশীলনের সময় দেখা গিয়েছিল বাংলাদেশের একাধিক সমর্থক পৌঁছে গিয়েছেন দেশের পতাকা হাতে, মাথায় বাঘ টুপি নিয়ে। উঠছিল স্লোগান সাকিব-তাসকিনদের নামে। এ তো ট্রেলার। আসল ‘পিকচার’ দেখা যাব আজ দুপুর থেকে।
দুই দলের জন্যই আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ, ৫টি করে ম্য়াচ খেলে মাত্র ১টিতে জিতেছেন সাকিবরা। একই ছবি ডাচ শিবিরেও। এরই মাঝে সাকিব ঢাকায় ফিরেছিলেন। ছেলেবেলার কোচ নাজমুল আনেদিনের কাছে অনুশীলন করার জন্য। অবশ্য বৃহস্পতিবারই তিনি কলকাতায় চলে আসেন। কিন্তু ম্যাচের আগের দিন ইডেনে তাঁকে একটি বারের জন্যও অনুশীলনে অংশ নিতে দেখা যায়নি। দলের বাকি ক্রিকেটাররা যখন পরীক্ষার আগের শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন, সাকিব তখন ফুরফুরে মেজাজে ব্যাট নেড়ে চেড়ে দেখলেন। শ্যাডো করলেন। আর বাকি সময়টা পায়চারি করলেন। সতীর্থদের সঙ্গে গল্প করলেন। ডাচ ক্রিকেটারদের অবশ্য অনুশীলনে চনমনেই দেখা গিয়েছিল। কিন্তু সাকিবকে দেখে অনেকেরই প্রশ্ন, ম্যাচের ঠিক আগের দিন একটি বারের জন্যও তিনি কেন অনুশীলন করলেন না? বাংলাদেশ শিবিরের প্রাণ তারকা অলরাউন্ডার সাকিব। তিনি আবার টাইগার্সদের অধিনায়কও। আইপিএলে কেকেআরে খেলার সুবাদে ইডেন তাঁর বেশ পরিচিত। এই পরিচিত মাঠে ডাচদের এ বার কীভাবে আটকান সাকিব, সেটাই দেখার।