
ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) আজ ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে লখনউয়ে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা (Netherlands vs Sri Lanka)। আগের ম্যাচে অঘটন ঘটিয়েছিল নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো খেললেও জয়ের ধারা বজায় রাখতে পারল না ডাচরা। এই বিশ্বকাপে প্রথম জয় শ্রীলঙ্কার। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দু-দলই আগের ম্যাচে হেরে এসেছে। ইংল্যান্ড শিবিরে আরও বড় বিপর্যয়। টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৭০ রানেই শেষ ইংল্যান্ড ইনিংস। ২২৯ রানে জয় প্রোটিয়াদের। ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বড় হার। শনিবারের জোড়া ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।
চার ম্যাচের মধ্যে তিনটি হার। সেমিফাইনালের দৌড়ে চাপে পড়ল গত বারের চ্যাম্পিয়নরা। লিগ পর্বেই বিদায় হয়ে যাবে না তো! বিস্তারিত পড়ুন : এত্ত বড় বিপর্যয়! চ্যাম্পিয়নদের লজ্জায় ফেলল দক্ষিণ আফ্রিকা
দলীয় একশো রানে অষ্টম উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। ৭০ রানের জুটি। অ্যাটকিনসন ফিরতেই ইনিংস শেষ। ২২৯ রানের বিশাল জয় দক্ষিণ আফ্রিকার।
জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন লুনগি এনগিডি। বড় রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড।
টার্গেট ৪০০। রান তাড়া করতে নামল ইংল্যান্ড। ওপেনিংয়ে জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।
১০ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী শ্রীলঙ্কা।
৬১ বলে শতরান পূর্ণ করলেন প্রোটিয়া তারকা হেনরিখ ক্লাসেন। মার্ক উডের বলে বাউন্ডারি মেরে শতরান পূর্ণ করলেন ক্লাসেন।
একদিকে ৫৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন শ্রীলঙ্কার সাদিরা সমরবিক্রমা। অন্য দিকে দিনের অপর ম্যাচে হাফসেঞ্চুরি হেনরিখ ক্লাসেনের। ৪০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ক্লাসেন।
শতরান হাতছাড়া করলেন প্রোটিয়া ওপেনার রেজা হেন্ড্রিক্স। ৭৫ বলে ৮৫ রান করে মাঠ ছাড়লেন রেজা। প্রোটিয়াদের তৃতীয় উইকেটের পতন।
টস হেরে প্রথমে ব্যাটিং করে ২৬২ রান তুলে অলআউট নেদারল্যান্ডস। বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম জয়ের জন্য চাই ২৬৩ রান।
শুরুতেই ধাক্কা খেল প্রোটিয়ারা। আউট দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি’কক। ইনিংসের দ্বিতীয় ওভারেই রিস টপলি ফেরালেন ডি’কককে।
৬৮ বলে অর্ধশতরান পূর্ণ করলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার লোগান ভ্যান বিক।
প্রোটিয়াদের হয়ে ওপেনিংয়ে নামলেন রিজা হেন্ড্রিক্স ও কুইন্টন ডি’কক। রিস টপলির প্রথম বলেই চার মারলেন ডি’কক।
৮২ বলে ৭০ রান করে মাঠ ছাড়লেন সিব্র্যান্ড। দিলশান মধুশঙ্কা তুলে নিলেন ডাচদের সপ্তম উইকেট।
ধোনি-জাডেজার রেকর্ড ভাঙলেন লোগান-সিব্র্যান্ড। সপ্তম উইকেটে ওডিআই বিশ্বকাপে এর আগে সবচেয়ে বেশি রান ছিল মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাডেজার। কিউয়িদের বিরুদ্ধে ২০১৯ সালে সপ্তম উইকেটে ধোনি-জাডেজা জুটি তোলে ১১৬ রান। তা ভেঙে ফেলেছেন লোগান-সিব্র্যান্ড জুটি।
প্রোটিয়াদের বিরুদ্ধে আজ খেলতে দেখা যাবে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে। এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের একাদশ —
📋 TEAM NEWS!
Enter stage right… Benjamin Andrew Stokes ⚡️#EnglandCricket | #CWC23 pic.twitter.com/RHo2vGYn5z
— England Cricket (@englandcricket) October 21, 2023
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। অসুস্থতার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকা টিমকে আজ নেতৃত্ব দেবেন এইডেন মার্কব়্যাম।
৬৭ বলে সিব্র্যান্ড এঞ্জেলব্রেটের হাফসেঞ্চুরি। ওডিআই কেরিয়ারে এটি সিব্র্যান্ডের প্রথম হাফসেঞ্চুরি।
লোগান ভ্যান বিক ও সিব্র্যান্ড এঞ্জেলব্রেটের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।
ডাচদের ষষ্ঠ উইকেটের পতন। ক্যাপ্টেন স্কটের উইকেট মহেশ থিকশানার খাতায়। ১৬ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন স্কট এডওয়ার্ডস।
দিলশান মধুশঙ্কা ফেরালেন বাস ডি লিডকে। চতুর্থ উইকেট হারাল নেদারল্যান্ডস। ২১ বলে ৬ করে মাঠ ছাড়লেন ডি লিড।
নেদারল্যান্ডসের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ। এই ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছেন ডাচরা।
কলিন অ্যাকারম্যান আউট। ৩১ বলে ২৯ রান করে মাঠ ছাড়লেন অ্যাকারম্যান। ডাচদের তৃতীয় উইকেটের পতন।
২৭ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন ম্যাক্স ও’ডাউড। কাসুন রজিথা ছিটকে দিলেন স্টাম্প। দ্বিতীয় উইকেট হারাল নেদারল্যান্ডস।
বিক্রমজিৎকে ফেরালেন রজিথা। দলের ৭ রানের মাথায় প্রথম উইকেট হারাল নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের হয়ে ওপেনিংয়ে নামলেন বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডাউড।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের।
বিস্তারিত পড়ুন: লখনউয়ে আজ শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস, ‘আন্ডারডগ’-এর পরীক্ষা!