Sarfaraz Khan : সরফরাজ নেই কেন, ক্ষোভ উগরে দিচ্ছেন বিশেষজ্ঞরা

India Tour of West Indies : ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানো সরফরাজ ডাক না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন সুনীল গাভাসকর।

Sarfaraz Khan : সরফরাজ নেই কেন, ক্ষোভ উগরে দিচ্ছেন বিশেষজ্ঞরা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 11:08 AM

কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং ওডিআই সিরিজের জন্য শুক্রবার ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর প্রবল সমালোচনার পরও ভরসা রাখা হয়েছে রোহিত শর্মার উপর। বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা ও উমেশ যাদব। তবে টেস্ট স্কোয়াডে কয়েকটি নতুন মুখেরও প্রবেশ ঘটেছে। আইপিএলে দুরন্ত ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়কে প্রথম বার টেস্ট দলে সামিল করা হয়েছে। টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য এ বারও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকে উপেক্ষা করা হয়েছে। পূর্ণাঙ্গ ক্যারিবিয়ান সফরে জায়গা হয়নি সরফরাজ খানের। ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানো সরফরাজ ডাক না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি বলেছেন, “বন্ধ করে দাও রঞ্জি ট্রফি। বলে দাও এর কোনও প্রয়োজনীয়তা নেই।” বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গাভাসকরের বক্তব্য, যদি আইপিএলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে টেস্ট দলের নির্বাচন করা হয় তাহলে রঞ্জি ট্রফি খেলা বন্ধ করে দেওয়া উচিত। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেছেন, “সরফরাজ খান গত তিনটে মরসুমে ১০০ গড়ে রান করেছেন। টেস্ট দলের হয়ে জায়গা পেতে তাঁর আর কী করা উচিত? আমি ধরে নিলাম ওকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হত না। কিন্তু আগে তো স্কোয়াডে রাখ।” তিনি আরও বলেন, “সরফরাজকে বলা উচিত যে ওর পারফরম্যান্সের দিকে নজর রাখা হচ্ছে। নয়তো রঞ্জি ট্রফি খেলা বন্ধ করে দেওয়া উচিত। স্পষ্ট বলে দিক যে এর কোনও মূল্য নেই। শুধুমাত্র আইপিএল খেলে আপনি মনে করছেন লাল বলের ক্রিকেটেও খেলতে পারবেন?”

২৫ বছরের সরফরাজ খান এখনও পর্যন্ত ৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৫০৫ রান করেছেন। রয়েছে ১৩টি শতরান ও ৯টি অর্ধশতরান। সর্বাধিক রান ৩০১। গড় ৮০-র আশেপাশে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স সত্ত্বেও ক্যারিবিয়ান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে সরফরাজ গ্রাহ্য হলেন না। ঋতুরাজ গায়কোয়াড় যদি টি-২০ পারফরম্যান্সের উপর ভিত্তি করে টেস্ট দলে জায়গা পেতে পারেন তাহলে সরফরাজ কেন নয়? সোশ্যাল মিডিয়াতেও উঠছে প্রশ্ন।