এত খারাপ ব্যাটিং আর কখনও হয়নি, বলছেন বিরাট
'আমার মনে হয় না, এর থেকে খারাপ ব্যাটিং আর কখনও দেখেছি। এখান থেকে শুধু সামনে এগোন যায়। নিজেদের জাতটা চেনানো যায়।' দলকে বার্তা বিরাট কোহলির।
TV9 বাংলা ডিজিটাল – নিজের কেরিয়ারে তো বটেই, আর কখনও ভারতের এত খারাপ পারফরম্যান্স দেখেননি বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় টিমের ক্যাপ্টেন ম্যাচের পর সাফ বলেছেন, ‘আমার মনে হয় না, এর থেকে খারাপ ব্যাটিং আর কখনও দেখেছি। এখান থেকে শুধু সামনে এগোন যায়। নিজেদের জাতটা চেনানো যায়।’
চলতি বছরের কথা ধরলে, বিদেশের মাটিতে ভারতের ইনিংস গড় ২৫০-ও পার করেনি। যা নিয়ে বিরাট বলেছেন, ‘ব্যাপারটা সত্যিই আশ্চর্যের। বল সত্যিই দারুণ কিছু হচ্ছিল না। তার পরও আমরা খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। সব কিছুই যেন বড্ড তাড়াতাড়ি ঘটে গেল। যেন কেউ বুঝতেই পারল না!’
আরও পড়ুন – ১৯৭৪ সালেও বিরাটদের মতোই ‘কোনও ভুল’ করেনি ভারত: সানি
অস্ট্রেলিয়া থেকে গত বার টেস্ট সিরিজ জিতে ফিরেছিল কোহলির ভারত। এ বার তাই রাহানে-পূজারাদের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। সিরিজের একেবারে শুরুতেই এ ভাবে ভরাডুবি কেউ আশা করেননি। বিরাট তো বটেই। ভারতের ক্যাপ্টেন বলেছেন, ‘আমার মনে হয় না, এটা বিপজ্জনক কোনও ঘণ্টা বাজছে আমাদের জন্য। এটাকে নিয়ে বাড়াবাড়ি করার কোনও মানে হয় না। বরং এটাকে সঠিক ভাবে দেখতে হবে।’ বিরাট যাই বলুন না কেন, বিদেশের মাটিতে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে গত ৮-৯ বছরে ভারতের পারফরম্যান্সের হাল খুবই খারাপ। ‘এর পরও হয়তো খারাপ কিছু হবে। আমরা আবার ব্যর্থ হব। নিজেদের ভুলগুলো স্বীকার করে নিতে হবে। আর সেটা নিজে কাজ করতে হবে। একটা কথা পরিষ্কার বলি, এটা তো ক্লাব ক্রিকেট নয়। দেশের হয়ে খেলতে গেলে অনেক চাপ নিতে হয়। টিমকে যখন কিছু দিতে পারি, তখন মনে করি নিজের কাজটা করতে পেরেছি। কেউই ইচ্ছে করে খারাপ খেলে না।’
আরও পড়ুন – একই দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন
অতীত নিয়ে না ভেবে সামনে তাকাতে চাইছেন বিরাট। ‘ভুলটা কোথায় বোঝার মতো যথেষ্ট ক্রিকেট আমরা খেলেছি। একটা টেস্টের তৃতীয় দিন পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। প্রথম ইনিংসেও স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডরা একই লেন্থে বল করেছিল। কিন্তু আমরা ওদের ঠিকঠাক খেলতে পেরেছিলাম। দ্বিতীয় ইনিংসে সেটা পারিনি।’