হায়দরাবাদ: বিশ্বকাপে (ICC World Cup) মাঠে নামার আগেই বিরাট ধাক্কা গত বিশ্বকাপের রানার্স টিমের। ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি নামবে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড (England vs New Zealand)। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ওই ম্যাচে খেলতে পারবেন না কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। চলতি বছর আইপিএলের শুরুর দিকেই হাঁটুর চোট নিয়ে ছিটকে গিয়েছিলেন মাঠ থেকে। এখনও পুরো ফিট নন তিনি। রিহ্য়াব চলছে। মনে করা হচ্ছে দ্রুত ফিট হয়ে যাবেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। ওয়ান ডে বিশ্বকাপে নিউজিল্যান্ড অন্যতম ধারাবাহিক টিম। ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন কিউয়ি ক্রিকেটাররা। শুধুই কি উদ্বোধনী ম্যাচ, নাকি বিশ্বকাপের পরের কয়েকটা ম্যাচেও উইলিয়ামসনকে নিয়ে থাকবে আশঙ্কা? TV9Bangla Sportsএ বিস্তারিত।
গত ছ’মাস ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন উইলিয়ামসন। ঘিরে আশঙ্কা থাকলেও ১৫ জনের টিমে জায়গা দেওয়া হয়েছিল তাঁকে। বাইশ গজে নামতে না পারলেও বিশ্বকাপের মতো বড় আসরে উইলিয়ামসন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তা ভালো করেই জানে টিম ম্যানেজমেন্ট। তাই তাঁকে শুধু বিশ্বকাপের টিমে রাখা নয়, একই সঙ্গে ক্যাপ্টেনও করা হয়েছে। তাঁকে ঘিরে আশঙ্কা থাকা মানে টিমের মনোবল তলানিতে চলে যাবে। মাঠে নামার আগেই চাপে পড়ে যাবে টিম। তবে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে ৯টা ম্যাচ খেলতে হবে সব টিমকেই। যে কারণে কিউয়ি টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে নারাজ।
আজ হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই ম্যাচে অবশ্য খেলতে দেখা যাবে উইলিয়ামসনকে। টিমের তরফে এক বিবৃতিতে জারি করে বলা হয়েছে, পাকিস্তান ম্যাচে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন উইলিয়ামসন। সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ ওয়ার্মআপ ম্যাচে ব্য়াটিং ও ফিল্ডিং করবেন তিনি। কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘উইলিয়ানসনের উপর আমরা দীর্ঘদিন নজর রেখেছি। যাতে ও মাঠে ফিরতে পারে দ্রুত। দ্রুত ফিটও হয়ে উঠছে। আন্তর্জাতিক ক্রিকেটের ধকল নেওয়ার জন্য ও যাতে তৈরি হয়ে উঠতে পারে, এখন সেই চেষ্টাই আমরা করছি। প্রতিটা দিন ওর জন্য গুরুত্বপূর্ণ। উইলিয়ামসনের উপর আমরা কোনও চাপ দিতে চাই না।’