IND vs NZ: সেরা ব্যাটারের পর বোলার, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কিউয়ি পেসার

Oct 15, 2024 | 12:43 PM

India vs New Zealand Test Series: প্রথম টেস্টে তিন পেসার খেলালে এই দু-জনের সঙ্গে কম্বিনেশনে থাকবেন উইল ও'রুরকি। স্পিন বোলিংয়ে এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার রয়েছেন। প্রয়োজনে কাজে লাগানো হতে পারে রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসদের।

IND vs NZ: সেরা ব্যাটারের পর বোলার, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কিউয়ি পেসার
Image Credit source: NZC

Follow Us

নিউজিল্যান্ড ক্রিকেট টিম ভারতে। যদিও টিমের সঙ্গে আসতে পারেননি দলের সেরা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। চোট রয়েছে তাঁর। প্রথম টেস্টে কেন উইলিয়ামসনকে পাওয়া যাবে না। বাকি দু-ম্যাচ নিয়েও নিশ্চয়তা নেই। দলের সেরা ব্যাটারের পর এ বার বোলার। পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন কিউয়ি পেসার বেন সিয়ার্স। নিউজিল্যান্ড মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেছেন, এই সিরিজে নেই সিয়ার্স। তাঁর পরিবর্তে আনক্যাপড জ্যাকব ডাফিকে স্কোয়াডে যোগ করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

বেঙ্গালুরুতে বুধবার শুরু প্রথম টেস্ট। কিউয়ি স্কোয়াডে চার পেসারের মধ্যে গুরুত্বপূর্ণ একজন সিয়ার্স। কিন্তু হাঁটুর চোটে ছিটকে গেলেন তিনি। জ্যাকব ডাফির টেস্টের অভিজ্ঞতা নেই। সদ্য দলে সুযোগ পাওয়া ডাফি এখনও ভারতে এসে পৌঁছননি। স্বাভাবিক ভাবেই প্রথম টেস্টে তাঁকে ছাড়াই ভাবনা চিন্তা করতে হবে কিউয়ি শিবিরকে। টেস্টের অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেট এবং কাউন্টিতে প্রচুর ম্যাচ খেলেছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক প্রেস বিবৃতিতে জানিয়েছে-সিয়ার্সের বাঁ হাঁটুতে চোট রয়েছে। শ্রীলঙ্কা সফরেই চোট পেয়েছিলেন। প্রত্যাশা ছিল, ভারতের বিরুদ্ধে সিরিজের আগে সেরে উঠবেন সিয়ার্স। নিউজিল্যান্ড পেস বোলিং লাইন আপে বড় ভরসা অভিজ্ঞ টিম সাউদি এবং ম্যাট হেনরি। প্রথম টেস্টে তিন পেসার খেলালে এই দু-জনের সঙ্গে কম্বিনেশনে থাকবেন উইল ও’রুরকি। স্পিন বোলিংয়ে এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার রয়েছেন। প্রয়োজনে কাজে লাগানো হতে পারে রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসদের।

Next Article