Kane Williamson: ভাবনায় রাখছে বোর্ড, বিশ্বকাপ খেলতে পারবেন কিউয়ি তারকা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 09, 2023 | 7:33 PM

Cricket World Cup 2023: চলতি বছরে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। দেশের ১০টি ভেনুতে বিশ্বকাপের ম্যাচ খেলবে ১০টি দল। টুর্নামেন্ট শুরু হবে ৫ অক্টোবর। ফাইনাল ১৯ নভেম্বর।

Kane Williamson: ভাবনায় রাখছে বোর্ড, বিশ্বকাপ খেলতে পারবেন কিউয়ি তারকা?
ভাবনায় রাখছে বোর্ড, বিশ্বকাপ খেলতে পারবেন কিউয়ি তারকা?
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ভারতের মাটিতে আইপিএল খেলতে এসে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের (New Zealand) অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। সেই চোট বেশ ভুগিয়েছে তাঁকে। ক্রিকেট মহলে অনেকেই মনে করছিলেন, ভারতের মাটিতে হতে চলা এ বারের বিশ্বকাপে (Cricket World Cup) হয়তো খেলা হবে না কেন উইলিয়ামসনের। কিন্তু সকলকে অবাক করে দিয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাই তাঁকে এখনই বিশ্বকাপের ভাবনা থেকে বাদ দিচ্ছে না কিউয়ি ক্রিকেট বোর্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড এবং কিউয়ি টিম ম্যানেজমেন্ট আশাবাদী, বিশ্বকাপের আগে কেন উইলিয়ামসন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। চলতি বছরের মার্চে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। এপ্রিলে সেই চোটের কারণে তাঁকে হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছিল। মার্চ থেকেই মাঠের বাইরে তিনি। সম্প্রতি তিনি ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। ধীরে ধীরে ছন্দে ফিরছেন।

৩০ অগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ৪ ম্যাচের টি-২০ সিরিজ শুরু। তারপর ১০ সেপ্টেম্বর অবধি চলবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ৪ ম্যাচের ওডিআই সিরিজ। ওই ওডিআই সিরিজ দুই দলের জন্য বিশ্বকাপের প্রস্তুতি। আর এই সিরিজে কিউয়ি ক্রিকেটারদের সঙ্গে যোগ দেওয়ার কথা কেন উইলিয়ামসনের। নিউজিল্যান্ডের কোচ স্টেড বলেন, ‘কেন প্রতিদিন, প্রতি সপ্তাহে উন্নতি করছে। ওকে নিয়ে আমরা ভীষণ সতর্ক রয়েছি। খুব বেশি ওকে নিয়ে পরিকল্পনা করছি না। এমন চোট ব্যক্তি বিশেষে আলাদা প্রভাব ফেলে। ওর জন্য মেডিকেল টিমের পরামর্শ নিচ্ছি। ও বিশ্বকাপ খেলতে (ভারতে) যাবে কিনা তা নির্ভর করছে ওর শারীরিক অবস্থার উপর।’

পাশাপাশি গ্যারি স্টেড জানিয়েছেন, এখনও নিউজিল্যান্ড বোর্ডের পক্ষ থেকে কেন উইলিয়ামসনকে বিশ্বকাপের ভাবনার বাইরে রাখা হচ্ছে না। তিনি যদি বিশ্বকাপের শুরুর দিকের কয়েকটি ম্যাচে না-ও খেলেন, তারপরও তাঁকে স্কোয়াডে রাখা হতে পারে। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে পরিস্থিতির উপর।

 

Next Article