
আবু ধাবি: লর্ডসে ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের (World Cup) ফাইনালে ইংল্যান্ডের (England) কাছে হারের বদলা আজ আবু ধাবিতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে নিল নিউজিল্যান্ড (New Zealand)। কিউয়ি শিবিরে তিন বছর আগেকার সেই ম্যাচের রেশ থাকলেও বদলার মানসিকতা না নিয়েই ২২ গজে নেমেছিলেন বোল্টরা। সাউদি-মিলনে-সোধি-নিস্যামরা একটি করে উইকেট পেলেও ১৬৬ রান স্কোরবোর্ডে তোলেন মইন আলিরা। তবে ড্যারেল মিচেলের ব্যাটে ভর করে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। এখন ঠোঁট আর কাপের মাঝে দূরত্ব একটা ম্যাচ। আগামীকালই পাওয়া যাবে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্টকে। ইংল্যান্ডকে হারিয়ে তৃপ্ত উইলিয়ামসনরা। ম্যাচের পর সেই কথাই ফুটে উঠেছে উইলিয়ামসনের কথায়। ৪৭ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ড্যারেল মিচেল। আর স্বাভাবিকভাবেই মিচেলে মুগ্ধ উইলিয়ামসন।
Your @ICC Player of the Match – @dazmitchell47! 72* from 47 to guide the team home. Scorecard | https://t.co/fSFo2zZtnL #T20WorldCup pic.twitter.com/RvkiNtOt4K
— BLACKCAPS (@BLACKCAPS) November 10, 2021
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, “আমরা বেশ কয়েকটা ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলেছি, জানতাম যে এটা ক্রিকেটের একটা দুর্দান্ত খেলা হবে। এবং দলের পারফরম্যান্স সত্যিই হৃদয় ছুঁয়েছে। মিচেলের অসাধারণ পারফরম্যান্স দেখা গেল। কিন্তু রান তাড়া করাটা বেশ কঠিন ছিল। আজ ও অনবদ্য খেলেছে। সত্যি বলতে কি একটা অবিশ্বাস্য ইনিংস দেখা গেল ওর ব্যাটে। ও ছাড়া টপ অর্ডারের ব্যাটাররা আজ খুব বেশি সুবিধে করতে পারেনি।”
DUBAI here we come! Special late hitting from @dazmitchell47 72* from 47 and @JimmyNeesh 27 from 11 sends the team to the @T20WorldCup FINAL. Scorecard | https://t.co/fSFo2zZtnL #T20WorldCup pic.twitter.com/Iaa2AQEh6f
— BLACKCAPS (@BLACKCAPS) November 10, 2021
উইলিয়ামসন আরও বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেট হল ছোট ব্যবধানের খেলা, পিচের উপর অনেককিছু নির্ভর করে। আমাদের হাতে উইকেট ছিল, যা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। নিস্যাম যেভাবে বেরিয়ে এসে বলটি সজোরে মেরেছিল, সেটা খেলার গতিটা পরিবর্তন করেছিল। শেষ পর্যন্ত মানতেই হবে ওটা কিন্তু একটা বড় ফ্যাক্টর।”
ফাইনালের ব্যাপারে উইলিয়ামসন বলেন, “ছেলেরা বেশিরভাগ খেলাই দেখছে। এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে। নিঃসন্দেহে সেই ম্যাচ হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা জানি আমাদের আরেকটি চ্যালেঞ্জ সামনেই আছে এবং আমরা আজ রাতের পরে সেটাতেই আমাদের ফোকাস করব।”
টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান বলেন, “কেন এবং তাঁর দলকে সম্পূর্ণ কৃতিত্ব দেব। ওরা আজ আমাদেরকে ছাপিয়ে গেছে, আমরা আজ রাতে যা করেছি তা নিয়ে আমি কিছুতেই দোষ দিতে পারি না। আমরা কিন্তু কড়া লড়াই করেছি এবং নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করেছি। কিন্তু আজ রাতটা আমাদের ছিল না। অবিশ্বাস্য পারফরম্যান্স সকলের। আমি গর্বিত ছেলেদের জন্য।”
আরও পড়ুন: T20 World Cup 2021: মিচেল ঝড়ে বিশ্বকাপের মঞ্চে মধুর বদলা নিউজিল্যান্ডের