Daryl Mitchell: আঙুলে চিড়, কিউয়ি ক্রিকেটারের বিশ্বকাপ খেলা অনিশ্চয়তার মুখে

টি-২০ বিশ্বকাপ শুরুর দেড় সপ্তাহ আগে বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা কিউয়ি অলরাউন্ডার ড্যারেল মিচেলের।

Daryl Mitchell: আঙুলে চিড়, কিউয়ি ক্রিকেটারের বিশ্বকাপ খেলা অনিশ্চয়তার মুখে
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Oct 07, 2022 | 4:05 PM

ক্রাইস্টচার্চ: অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডে বসেছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ-পাকিস্তান ও নিউজিল্যান্ড। তারই মধ্যে বড় ধাক্কা কিউয়ি শিবিরে। অনুশীলনের সময় আঙুল চোট পেলেন দলের ব্যাটার অলরাউন্ডার ড্যারেল মিচেল। লিংকনে কিউয়িদের অনুশীলন চলাকালীন চোট পান তিনি। ইতিমধ্যেই ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মিচেল (Daryl Mitchell)। তাঁর চোট নিউজিল্যান্ড (New Zealand Cricket Team) শিবিরে আতঙ্ক বাড়িয়েছে। বিশ্বকাপ শুরু হচ্ছে ১৬ অক্টোবর। তার আগে আঙুলের চোট সারবে কি না নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে ড্যারেল মিচেলের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। তাঁর চোট বেশ গুরুতর বলে জানা গিয়েছে।

শুক্রবার দলের অনুশীলনের সময় কিউয়ি অলরাউন্ডারের ডান হাতের আঙুলে চোট লাগে। সঙ্গে সঙ্গে আঙুলের এক্স রে করা হয়। পরীক্ষায় দেখা গিয়েছে মিচেলের ফিফল মেটাকারপলে ফ্র্যাকচার হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। আঙুলের ব্যান্ডেজ দুই সপ্তাহ অথবা তারও বেশিদিন পর খোলা সম্ভব। এই অবস্থায় অনুশীলন চালিয়ে যাওয়াও সম্ভব নয়। ফলে ম্যাচ ফিট হয়ে বিশ্বকাপে ড্যারেলের খেলা প্রবল অনিশ্চয়তার মুখে। ২২ অক্টোবর ব্ল্যাক ক্যাপসদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অর্থাৎ ১৫ দিন পর।

ত্রিদেশীয় সিরিজের পর কেন উইলিয়ামসনের দল অস্ট্রেলিয়া যাবে ১৫ অক্টোবর। ৯ অক্টোবর পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। এরপর দলে যেকোনও পরিবর্তন করতে চাইলে আইসিসির অনুমোদন লাগবে। কিউয়িদের হেড কোচ গ্যারি স্টিড এখনই আশা ছাড়ছেন না। নিউজিল্যান্ড টিমের গুরুত্বপূর্ণ সদস্য ড্যারেল মিচেল। তাঁর সুস্থতার দিকে নজর রাখা হয়েছে। পরের দিকে হলেও মিচেল যাতে বিশ্বকাপে খেলতে পারেন সেই ব্যবস্থা নিচ্ছে কিউয়ি থিঙ্ক ট্যাঙ্ক। নয়তো অস্ট্রেলিয়ায় ড্যারেলের অলরাউন্ড পারফরম্যান্স মিস করবে কিউয়িরা।