আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ আজ, রবিবারের ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে মুখোমুখি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) ও মহম্মদ নবির আফগানিস্তান (Afghanistan)। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক নবি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলেছিল আফগানিস্তান। কিউয়িদের টার্গেট ছিল ১২৫। এই লক্ষ্য উইলিয়ামসনদের জন্য কঠিন ছিল না। আর হলও তাই। নির্ধারিত ২০ ওভারের খেলা হওয়ার আগেই কাঙ্খিত জয় তুলে নিল নিউজিল্যান্ড। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল কিউয়িরা। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে উইলিয়ামসনদের কারণে স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলির ভারতের।
আজকের ম্যাচে বিশেষ নজর ছিল ভারতীয় দলের এবং ভারতের সমর্থকদের। কারণ আবু ধাবিতে কিউয়িদের যদি হারাতে পারত আফগানরা তা হলে সেমিফাইনালের শিকে ছিড়তে পারত ভারতের। কিন্তু তা না হওয়ায়, সত্যিই এ বার ব্যাগ পত্তর গুছিয়ে দেশে ফিরতে হবে কোহলিব্রিগেডকে।
নির্ধারিত ২০ ওভারের খেলা হওয়ার আগেই কাঙ্খিত জয় তুলে নিল নিউজিল্যান্ড। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল কিউয়িরা। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে উইলিয়ামসনদের কারণে স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলির ভারতের।
New Zealand are into the semis ?#T20WorldCup | #NZvAFG | https://t.co/paShoZpj88 pic.twitter.com/PRo6Ulw4Dk
— T20 World Cup (@T20WorldCup) November 7, 2021
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলে ফেলেছে নিউজিল্যান্ড। ম্যাচ জিততে উইলিয়ামসনদের প্রয়োজন ৩০ বলে ২৪ রান।
প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে নিউজিল্যান্ড। নবম ওভারের পঞ্চম বলে মার্টিন গাপ্টিলকে বোল্ড আউট করেন আফগান স্পিনার রশিদ খান। ২৩ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন কিউয়ি ওপেনার গাপ্টিল। ম্যাচ জিততে কিউয়িদের এখনও দরকার ৬০ বলে ৬৪ রান
পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৪৫ রান। ক্রিজে মার্টিন গাপ্টিল ও কেন উইলিয়ামসন। ম্যাচ জিততে কিউয়িদের এখনও প্রয়োজন ৮০ রান
প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ম্যাচ জিততে কিউয়িদের এর পরের ১৭ ওভারে প্রয়োজন ৯৯ রান।
ওপেনিংয়ে নামলেন মার্টিন গাপ্টিল ও ড্যারেল মিচেল
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলল আফগানিস্তান। কিউয়িদের টার্গেট ১২৫। এই লক্ষ্য উইলিয়ামসনদের জন্য কঠিন নয়। মুজিব-রশিদরা এর পর যদি বল হাতে অতিমানবীয় পারফর্ম করে দিতে পারেন তবে ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভবনা থাকবে।
New Zealand restrict Afghanistan to 124/8 after a brilliant effort on the field.
Will this score prove to be enough? ? #T20WorldCup | #NZvAFG | https://t.co/paShoZpj88 pic.twitter.com/vmgS3SxjnH
— T20 World Cup (@T20WorldCup) November 7, 2021
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তান তুলেছে ৯১ রান। ক্রিজে জর্ডান ও নবি
মহম্মদ নবি ব্যাট করছেন ১০ রানে। নাজিবউল্লাহ জর্ডান রয়েছেন ৫০ রানে
১০ ওভারের খেলা হয়ে গিয়েছে। তার মধ্যে ৪ উইকেট হারিয়ে নবিরা তুলেছেন মাত্র ৫৬ রান। শেষ ১০ ওভারে কত রান তুলতে পারবে আফগানরা সেদিকে নজর থাকবে।
পাওয়ার প্লে-তে সফল নিউজিল্যান্ড। ২ আফগান ওপেনারের উইকেট পেয়েছেন অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট। এবং তৃতীয় উইকেটটি (রহমানউল্লাহ গুরবাজ) পেয়েছেন টিম সাউদি। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে আফগানিস্তান।
প্রথম ৩ ওভারে ১ উইকেট হারিয়ে আফগান ওপেনিং জুটিতে তুলেছে ১২ রান। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আফগান ওপেনার মহম্মদ শাহজাদের উইকেট তুলে নেন অ্যাডাম মিলনে। ১১ বলে ৪ রান করে মাঠ ছাড়লেন শাহজাদ।
ওপেনিংয়ে নামলেন মহম্মদ শাহজাদ ও হজরতউল্লাহ জাজাই
চোট সারিয়ে দলে ফিরেছেন আফগান তারকা স্পিনার মুজিব উর রহমান।
? in the playing XI ?
How big an impact will Mujeeb Ur Rahman have in the contest in Abu Dhabi?#T20WorldCup | #NZvAFG | https://t.co/paShoZpj88 pic.twitter.com/5aZ5zSbisM
— T20 World Cup (@T20WorldCup) November 7, 2021
আফগানিস্তানের প্রথম একাদশ: মহম্মদ শাহজাদ (উইকেটকিপার), হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জার্ডান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, নবিন উল হক, হামিদ হাসান, মুজিব উর রহমান।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিমি নিশাম, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।
A toss win for @ACBofficials and @MohammadNabi007 and he opts to bat first in Abu Dhabi. Kane Williamson confirms an unchanged XI for the final Group Game. Follow play LIVE in NZ on @skysportnz and @SENZ_Radio with highlights on @sparknzsport. #T20WorldCup pic.twitter.com/hfKdp0gmnk
— BLACKCAPS (@BLACKCAPS) November 7, 2021
টস জিতল আফগানিস্তান।
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক নবি।
Toss update from Abu Dhabi ?
Afghanistan have won the toss and elected to bat.
Who are you backing in this one?#T20WorldCup | #NZvAFG | https://t.co/paShoZpj88 pic.twitter.com/9SC8wXUwtG
— T20 World Cup (@T20WorldCup) November 7, 2021
আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে যেন আফগানিস্তান হারিয়ে দেয় এই প্রার্থনাই করছে ভারতীয় সমর্থকরা।
জিমে সময় কাটালেন আফগান বোলার মুজিব উর রহমান। আফগানদের অন্যতম সেরা অস্ত্র তিনি। আজ কি কিউয়িদের বিরুদ্ধে দেখা যাবে মুজিব উর রহমানকে?
#back to gym #mood happy ? ⚔️? pic.twitter.com/x1WcWsk5RU
— Muj R 88 (@Mujeeb_R88) November 6, 2021
“We know the challenge Afghanistan pose. They’ve got batters who can hurt us & bowlers who can restrict us.”
– @Martyguptill joins the broadcast pre game in Abu Dhabi #T20WorldCup #NZ pic.twitter.com/3lwsJ2ZJNU— BLACKCAPS (@BLACKCAPS) November 7, 2021
আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ।
Arrival time in Abu Dhabi. Players getting set ahead of our afternoon match with @ACBofficials. Follow play in Aotearoa on @skysportnz and @SENZ_Radio from 11pm NZT with highlights on @sparknzsport. #T20WorldCup pic.twitter.com/N4a3JHCuMM
— BLACKCAPS (@BLACKCAPS) November 7, 2021