চেন্নাই:বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে প্রথম বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England) হারিয়ে এক নতুন আফগানকাব্য় রচনা করেছে রশিদ খানরা। পরবর্তী ম্যাচে তাঁদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা শক্তিশালী নিউজিল্যান্ড (New Zealand)। এ বারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন কিউয়িরা। রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ের কাঁধে ভর দিয়ে একের পর এক জয় পেয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে হারের সঙ্গে বিশ্বকাপ শুরু করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছে আফগানরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নিজেদের প্রমাণ করার চেষ্টায় মরিয়া হয়ে উঠবেন রশিদ খানরা। কিউয়িদের হারাতে পারলে হসমাতুল্লাহ দলের সামনে খুলে যাবে একাধিক দরজা। কবে, কখন কোথায় হবে এই ম্য়াচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি কবে হবে?
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি বুধবার অর্থাৎ ১৮ অক্টোবর হবে।
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি কোথায় হবে?
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিক হবে।
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি কখন হবে?
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি দুপুর ২ টোয় শুরু হবে।
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটির টস কখন হবে?
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি কোথায় দেখা যাবে?
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।