NZ vs NED, ICC World Cup Highlights: নেদারল্যান্ডস অলআউট, ৯৯ রানে জয় নিউজিল্যান্ডের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 09, 2023 | 10:14 PM

New Zealand vs Netherlands Live Score Updates: সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। কিউয়িরা এই ম্যাচে পাবে না কেন উইলিয়ামসনকে। হ্যামস্ট্রিংয়ে আঘাতের জন্য দলে নেই তিনি। অন্যদিকে ১২ বছর পর নিজেদেক প্রমাণ করেত বিশ্বকাপের মঞ্চে এসেছে ডাচরা।

NZ vs NED, ICC World Cup Highlights: নেদারল্যান্ডস অলআউট, ৯৯ রানে জয় নিউজিল্যান্ডের
নিউজিল্য়ান্ড বনাম নেদারল্যান্ডস

Follow Us

হায়দরাবাদ: জমে উঠেছে বিশ্বকাপ ২০২৩ (ODI World Cup 2023)। আজ নিজেদের দু-নম্বর ম্যাচ খেলল নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। পাকিস্তানের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা হয় কিউয়িদের। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। এই ম্যাচেও কেন উইলিয়ামসনকে পায়নি কিউয়িরা। ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে কেনকে। তাতে অবশ্য সমস্যায় পড়েনি নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল তারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জয়ের পর এ দিন নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারাল কিউয়িরা। এই ম্যাচে কী হচ্ছে তা দেখার জন্য চোখ রাখুন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 09 Oct 2023 10:08 PM (IST)

    CWC 2023, NZ vs NED: আরও একটা সহজ জয়!

    প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারানো। এ দিন ৯৯ রানের ব্যবধানে জয়। বিস্তারিত পড়ুন : ব্ল্যাক-ক্যাপসরা কি তেইশের কালো-ঘোড়া? টানা দ্বিতীয় জয়

  • 09 Oct 2023 09:12 PM (IST)

    CWC 2023, NZ vs NED: বেসিকে ভুল ল্যাথামের

    অভিজ্ঞ কিপার টম ল্যাথাম। যদিও বেসিকেই ভুল করলেন। ব্যাটার অনেক আগে বেরিয়ে যাওয়ায় স্টাম্পিংয়ের সুযোগ ছিল। ‘লোভে’ বড্ড তাড়াহুড়ো করেন। উইকেটের আগেই বল ধরেন। যার জন্য দ্বিতীয় উইকেট পেলেন না রাচিন রবীন্দ্র। উল্টে নো-বল।


  • 09 Oct 2023 08:00 PM (IST)

    CWC 2023, NZ vs NED: রান আউটে জুটি ভাঙল

    বড় রান তাড়া করতে নামলে মজবুত জুটি প্রয়োজন। সেটাই করছিলেন। কিন্তু রান আউটে জুটি ভাঙল। অভিজ্ঞতায় ক্রমশ পিছিয়ে পড়ছে নেদারল্যান্ডস।

  • 09 Oct 2023 07:25 PM (IST)

    ICC ODI World Cup 2023: আউট ডি লিড

    ১৮ রান করেই ফিরলেন বাস ডি লিড।

  • 09 Oct 2023 07:05 PM (IST)

    ICC ODI World Cup 2023: সাফল্য পেলেন না ডাউড

    ১৬ রান করেই আউট ম্য়াক্স ও’ ডাউড। তাঁকে ফেরালেন স্যান্টনার।

  • 09 Oct 2023 06:43 PM (IST)

    ICC ODI World Cup 2023: প্রথম উইকেট ডাচদের

    ১২ রানের মাথায় আউট বিক্রমজিৎ সিং।

  • 09 Oct 2023 06:23 PM (IST)

    ICC ODI World Cup 2023: ডাচদের ইনিংস শুরু

    ৩২৩ রানের লক্ষ্য নিয়ে শুরু ডাচদের ইনিংস। ক্রিজে বিক্রমজিৎ ও ম্যাক্স ও’ ডাউড।

  • 09 Oct 2023 05:53 PM (IST)

    ICC ODI World Cup 2023: ডাচদের ৩২৩ এর লক্ষ্য দিয়ে শেষ হল প্রথম ইনিংস

    নির্ধারিত ৫০ ওভারে ৩২২ রান করেছে নিউজিল্যান্ড। উইকেট হারিয়েছে ৭ টি। সর্বোচ্চ রান ৭০, উইল ইয়ংয়ের।

  • 09 Oct 2023 05:44 PM (IST)

    ICC ODI World Cup 2023: আউট ল্যাথাম

    ৫৩ রান করে আউট কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। ক্রিজে ম্যাট হেনরি ও স্যান্টনার।

     

  • 09 Oct 2023 05:25 PM (IST)

    ICC ODI World Cup 2023: শক্তি হারাচ্ছে নিউজিল্য়ান্ড

    ফের উইকেট হারাল কিউয়িরা। এ বার ফিরলেন মার্ক চ্যাপম্যান। ক্রিজে টম ল্যাথাম ও মিচেল স্যান্টনার।

  • 09 Oct 2023 05:15 PM (IST)

    ICC ODI World Cup 2023: একের পর এক উইকেট

    মাত্র ৪ রান করেই আউট হলেন গ্লেন ফিলিপস।

  • 09 Oct 2023 05:07 PM (IST)

    ICC ODI World Cup 2023: আউট মিচেল

    ৪৮ রান করলেই প্যাভেলিয়নে ফিরলেন ড্যারল মিচেল।

  • 09 Oct 2023 04:31 PM (IST)

    ICC ODI World Cup 2023: হাফ সেঞ্চুরি করেই আউট রবীন্দ্র

    হাফ সেঞ্চুরি করেই ফিরতে হল ভারতের বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র। ক্রিজে ল্যাথাম-মিচেল জুটি।

  • 09 Oct 2023 03:57 PM (IST)

    ICC ODI World Cup 2023: আউট ইয়ং

    শতরান করা হল না। ৭০ রান করেই ফিরতে হল ইয়ংকে। ক্রিজে রবীন্দ্র ও মিচেল জুটি।

  • 09 Oct 2023 03:25 PM (IST)

    ICC ODI World Cup 2023: শতারান কিউয়িদের

    ১৯ ওভারে শতরান করল নিউজিল্যান্ড। ক্রিজে ইংয় ও রচিন রবীন্দ্র। ৩২ রান করে আউট হয়ে যান ডেভন কনওয়ে।

  • 09 Oct 2023 02:47 PM (IST)

    ICC ODI World Cup 2023: ঝুলি ভরছে কিউয়িদের

    ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের ঝুলিতে ৬৫ রান। ক্রিজে ডেভন-ইয়ং জুটি।

  • 09 Oct 2023 02:27 PM (IST)

    ICC ODI World Cup 2023: ৬ ওভার শেষে

    ৬ ওভার শেষে কিউয়িদের ঝুলিতে ৩০ রান।

  • 09 Oct 2023 02:10 PM (IST)

    ICC ODI World Cup 2023: পরপর মেডেন ওভার কিউয়িদের

    আর্য্য দত্তর বলে রানের খাতা খুলতেই পারছেন না কিউয়িরা। শুরুতেই পর পর মেডেন ওভার।

  • 09 Oct 2023 02:02 PM (IST)

    ICC ODI World Cup 2023: কিউয়িদের পরীক্ষা শুরু

    কিউয়িদের হয়ে ওপেনিংয়ে ডেভন কনওয়ে ও উইল ইয়ং জুটি।

  • 09 Oct 2023 01:34 PM (IST)

    ICC ODI World Cup 2023: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ডাচদের

    টস জিতে কিউয়িদের ব্যাট করতে পাঠালেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড।

  • 09 Oct 2023 01:15 PM (IST)

    ICC ODI World Cup 2023: কোথায় দেখবেন ম্যাচটি?

  • 09 Oct 2023 01:04 PM (IST)

    ICC ODI World Cup 2023: ডাচদের সামনে মাথা তুলে কি দাঁড়াতে পারবে কিউয়িরা?