
সিডনি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) আর মাত্র তিনটি ম্যাচ বাকি। গ্রুপ পর্ব, সুপার-১২ পর্বের শেষে গ্রুপ-১ থেকে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপে আগামীকাল, বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও বাবর আজমের পাকিস্তান। তারপর বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের ৫টি ম্যাচের ৩টিতে জিতেছিল কিউয়িরা। ১টিতে হেরেছিলেন উইলিয়ামসনরা আর ১টি ম্যাচ অমীমাংসিত। গত বারের টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও ট্রফির স্বাদ পায়নি কিউয়িরা। এ বার কাপ আর ঠোটের দূরত্ব ঘোচাতে চাইবে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বারের বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল পাকিস্তান। এ বার তাদের সেমিতে ওঠাই হত না। কিন্তু শেষ অবধি গ্রুপ-২ এর থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারের লড়াইয়ে পৌঁছে গিয়েছে বাবর আজমরা। এ বার দেখার সিডনিতে প্রথম সেমিফাইনালে কোন দল করে বাজিমাত।
হেড টু হেড – পাকিস্তান ও নিউজিল্যান্ড এই দুই দল বিশ্বকাপে (ওয়ান ডে ও টি-টোয়েন্টি) মোট তিন বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে তিনটি ম্যাচেই জিতেছিল পাকিস্তান।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি কবে হবে?
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটি আগামীকাল, বুধবার (৯ নভেম্বর) হবে।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি কোথায় হবে?
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। ম্যাচের আগে ১টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।