New Zealand vs Scotland Match Highlights, T20 World Cup 2021: গাপ্টিলের ব্যাটে ভর করে জয় কিউয়িদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 03, 2021 | 7:26 PM

New Zealand vs Scotland Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিউজিল্যান্ড (New Zealand) বনাম স্কটল্যান্ড (Scotland) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

New Zealand vs Scotland Match Highlights, T20 World Cup 2021: গাপ্টিলের ব্যাটে ভর করে জয় কিউয়িদের
নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড

Follow Us

দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ আজ, বুধবারের ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) ও কাইল কোয়র্টজারের স্কটল্যান্ড (Scotland)। টসে জিতে শুরুতে উইলিয়ামসনদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন স্কট ক্যাপ্টেন। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৭২ রান তুলেছিল নিউজিল্যান্ড। যার মধ্যে রয়েছে কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিনের ৯৩ রানের দুর্ধর্ষ ইনিংস। স্কটল্যান্ডের টার্গেট ছিল ১৭৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৬ রানে আটকে গেল স্কটল্যান্ড। ১৬ রানের ব্যবধানে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে একবারই সাক্ষাৎ হয়েছিল দুই দলের তাতে জিতেছিল কিউয়িরা। আজ দ্বিতীয় সাক্ষাৎে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ পয়েন্ট তুলে নিল সেই নিউজিল্যান্ডই।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 03 Nov 2021 07:01 PM (IST)

    ১৬ রানে ম্যাচ জিতল নিউজিল্যান্ড

    নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৬ রানে আটকে গেল স্কটল্যান্ড। ১৬ রানের ব্যবধানে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড।

  • 03 Nov 2021 06:36 PM (IST)

    ১৫ ওভারে স্কটল্যান্ড ১০৩/৪

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে স্কটরা।


  • 03 Nov 2021 06:13 PM (IST)

    ১০ ওভারে স্কটল্যান্ড ৭৬/২

    ম্যাচ জিততে স্কটদের চাই ৬০ বলে ৯৭ রান। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে স্কটল্যান্ড তুলেছে ৭৬ রান

  • 03 Nov 2021 05:49 PM (IST)

    ৫ ওভারে স্কটল্যান্ড ২৮/১

    ৫ ওভারের মধ্যে ক্যাপ্টেনের উইকেট হারিয়ে ফেলেছে স্কটল্যান্ড। এবং স্কোরবোর্ডে তুলেছে ২৮ রান।

  • 03 Nov 2021 05:27 PM (IST)

    রান তাড়া করতে নামল স্কটল্যান্ড

    ওপেনিংয়ে নামলেন কাইল কোয়ের্টজার ও জর্জ মুনসি

  • 03 Nov 2021 05:14 PM (IST)

    ১৭২ রানে থামল কিউয়িরা

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৭২ রান তুলেছে নিউজিল্যান্ড। যার মধ্যে রয়েছে কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিলের ৫৬ বলে ৯৩ রানের দুর্ধর্ষ ইনিংস। স্কটল্যান্ডের ম্যাচ জিততে চাই ১২০ বলে ১৭৩ রান।

  • 03 Nov 2021 04:43 PM (IST)

    ১৫ ওভারে নিউজিল্য়ান্ড ১২০/৩

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে কিউয়িরা তুলেছে ১২০ রান। তিন উইকেট হারানোর পর গাপ্টিল-ফিলিপস জুটিতে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে নিউজিল্যান্ডকে।

  • 03 Nov 2021 04:22 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৭০/৩

    খেলা বাকি ১০ ওভারের। ক্রিজে মার্টিন গাপ্টিল ও গ্লেন ফিলিপস।

    মার্টিন ৩৯*, ফিলিপস ৬*

  • 03 Nov 2021 04:08 PM (IST)

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গাপ্টিলের ৩ হাজার রান

    ভারত অধিনায়ক বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করলেন।

  • 03 Nov 2021 04:06 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র মধ্যে ২ উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ৫২ রান।

    মার্টিন গাপ্টিল ব্যাট করছেন ২৮ রানে। ডেভন কনওয়ে রয়েছেন ১ রানে

  • 03 Nov 2021 03:58 PM (IST)

    ৫ ওভারে নিউজিল্যান্ড ৩৬/২

    ৫ ওভারের খেলা শেষ। শুরুটা ঠিক ঠাক করলেও পঞ্চম ওভারের প্রথম ও পঞ্চম বলে দুটি উইকেট তুলে নেন সেফান শারিফ। ১৩ রান করে আউট হন ড্যারিল মিচেল। আর কোনও রান করেই মাঠ ছাড়েন কিউয়ি নেতা উইলিয়ামসন।

  • 03 Nov 2021 03:31 PM (IST)

    নিউজিল্যান্ডের ইনিংস শুরু

    কিউয়িদের হয়ে ওপেনিংয়ে নামলেন মার্টিন গাপ্টিল ও ড্যারিল মিচেল

  • 03 Nov 2021 03:10 PM (IST)

    কিউয়িদের প্রথম একাদশ

    নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিমি নিশাম, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।

  • 03 Nov 2021 03:05 PM (IST)

    স্কটল্যান্ডের প্রথম একাদশ

    স্কটল্যান্ডের প্রথম একাদশ: কাইল কোয়ের্টজার (অধিনায়ক), জর্জ মুনসি, ক্যালাম ম্যাকলয়েড, ম্যাথু ক্রস, রিচি ব্যারিংটন, মিচেল লিস্ক, ক্রিস গ্রিয়েভাস, মার্ক ওয়াট, সেফান শারিফ, আলাসদায়ের ইভানস ও ব্র্যাড হোয়েল।

  • 03 Nov 2021 03:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল স্কটল্যান্ড।

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্কট ক্যাপ্টেন কাইল কোয়ের্টজার

  • 03 Nov 2021 02:55 PM (IST)

    কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি স্কটরা

  • 03 Nov 2021 02:50 PM (IST)

    দুবাইতে কিছুক্ষণের মধ্যে শুরু হবে কিউয়ি-স্কটদের লড়াই

    বুধবারের ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে উইলিয়ামসন ও কোয়োর্টজাররা।