বেঙ্গালুরু: ভারতের মাটিতে চলতি বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালের জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে (New Zealand) আগামিকাল বিরাট ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে (Sri Lanka)। ভারত, দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফলে শেষ চারের জন্য আর মাত্র একটিই জায়গা খালি রয়েছে। আর তার জন্য লড়াইয়ে রয়েছে তিনটি দল – নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং পাকিস্তান। নেট রানরেটে আফগান ও পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে কিউয়িরা। কিন্তু ওই ম্যাচ জিতলেও কিউয়িদের তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও পাকিস্তানের বাকি থাকা ম্যাচের দিকে। তার আগে আপাতত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ।
হেড টু হেড – নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ওডিআইতে মোট ১০১টি ম্যাচ খেলেছে। তাতে কিউয়িদের জয় ৫১টি এবং শ্রীলঙ্কার জয় ৪১টি। ৮ ম্যাচ অমীমাংসিত এবং ১টি ম্যাচ টাই। শেষ সাত ওডিআইতে কিউয়িরা হারিয়েছে লঙ্কানদের।
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামিকাল, ৯ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার।
কোথায় হবে ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচ?
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচটি কখন শুরু হবে?
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ টস হবে।
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ওডিআই বিশ্বকাপের সব ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচের লাইভ টেলিকাস্ট?
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দির মতো একাধিক চ্যানেলে)।