IND W vs NZ W Report: হরমনপ্রীত ফিরলেন, দলের হার; অবিশ্বাস্য লড়াই রাধা যাদবের

Oct 27, 2024 | 9:17 PM

India vs New Zealand 2nd ODI: চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি ভারতের নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন স্মৃতি মান্ধানা। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পরও জিতেছিল ভারত। ক্যাপ্টেন ফেরার পরও ব্যাটিং বিপর্যয়। ভারতের হার। ফলে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা হল না ভারতের।

IND W vs NZ W Report: হরমনপ্রীত ফিরলেন, দলের হার; অবিশ্বাস্য লড়াই রাধা যাদবের
Image Credit source: BCCI WOMEN X

Follow Us

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দলও। আমেদাবাদেই তিনটি ম্যাচ। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি ভারতের নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন স্মৃতি মান্ধানা। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পরও জিতেছিল ভারত। ক্যাপ্টেন ফেরার পরও ব্যাটিং বিপর্যয়। ভারতের হার। ফলে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা হল না ভারতের। তৃতীয় ম্যাচ নির্ণায়ক হয়ে দাঁড়াল।

দ্বিতীয় ওয়ান ডে-তে বল হাতে নজর কেড়েছেন রাধা যাদব। ব্যাটিংয়েও দলের হারের ব্যবধান কমালেন রাধা। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। সুজি বেটস এবং জর্জিয়া প্লিমারের অনবদ্য ওপেনিং জুটি। এরপর সোফি ডিভাইনের দুর্দান্ত ব্যাটিং। ভারতকে ২৬০ রানের বিশাল টার্গেট দেয় নিউজিল্যান্ড। বোলারদের মধ্যে বাঁ হাতি স্পিনার রাধা যাদব। ৪ উইকেট নেন। পাশাপাশি তিনটি ক্যাচও। এর মধ্যে একটি অবিশ্বাস্য ক্যাচ।

বড় রান তাড়া করতে নেমে শুরুতেই স্মৃতি মান্ধানার উইকেট হারায় ভারত। টপ ও মিডল অর্ডার বড় কোনও পার্টনারশিপই গড়তে পারেনি। দলের মাত্র ৭৭ রানেই পাঁচ উইকেট হারায় ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ২৪ রান। ভারতের অলআউট হওয়া যেন সময়ের অপেক্ষা ছিল। তবে নবম উইকেটে অবিশ্বাস্য জুটি গড়েন রাধা যাদব ও কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে নামা সাইমা ঠাকোর। নবম উইকেটে ৭০ রানে যোগ করে রাধা ও সাইমা। অবশেষে সাইমার উইকেটে জুটি ভাঙে। ৪৮তম ওভারে রাধা যাদবের উইকেটে ভারতের ইনিংস শেষ ১৮৩ রানে। রাধা ৪৮ রান করেন।

Next Article