AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND W vs NZ W Preview: সিরিজের ‘ফাইনাল’, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ভয় ব্যাটিং ব্যর্থতা

India vs New Zealand 3rd ODI: বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর খেলতে পারেননি। স্মৃতি মান্ধানার নেতৃত্বে জিতেছিল ভারত। সেই ম্যাচেও ব্যাটিং বিপর্যয় ছিল। দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন ফিরলেও ব্যাটিং বিপর্যয় থামেনি। আজ সিরিজের 'ফাইনাল'।

IND W vs NZ W Preview: সিরিজের 'ফাইনাল', নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ভয় ব্যাটিং ব্যর্থতা
Image Credit: Matthew Lewis-ICC/ICC via Getty Images
| Updated on: Oct 29, 2024 | 12:05 AM
Share

ফিল্ডিং দুর্দান্ত। চোখ ধাঁধানো ক্যাচ। বোলিংটাও মন্দ হচ্ছে না। কিন্তু ব্যাটিং! টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে। গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে ভারত। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রত্যাশা আর পূরণ হচ্ছে না। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর খেলতে পারেননি। স্মৃতি মান্ধানার নেতৃত্বে জিতেছিল ভারত। সেই ম্যাচেও ব্যাটিং বিপর্যয় ছিল। দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন ফিরলেও ব্যাটিং বিপর্যয় থামেনি। আজ সিরিজের ‘ফাইনাল’।

বিশ্বকাপের প্রস্তুতি। ব্যাটিংয়ে সবচেয়ে বড় অস্বস্তি, পার্টনারশিপ গড়তে না পারা। প্রথম ম্যাচে ৫০ ওভার ব্যাট করতে পারেনি ভারত। দ্বিতীয় ম্যাচেও না। তবে প্রথম ম্যাচে বোলিং-ফিল্ডিংয়ের সৌজন্যে ম্যাচ বের করে নিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে ২৬০ রান তাড়ায় ১৮৩ রানেই অলআউট। ব্যাটিংয়ের এই রোগ না সারালে ঘুরে দাঁড়ানো কঠিন। প্রতি ম্যাচেই দুর্দান্ত ফিল্ডিং হবে, বোলাররা ভালো পারফর্ম করবে সেই নিশ্চয়তা দেওয়া যায় না।

দলের সেরা ব্যাটার তথা বিশ্বের অন্যতম সেরা ওপেনার স্মৃতি মান্ধানা প্রথম দু-ম্যাচেই ব্যর্থ। শেফালি ৩০ পেরোলেও বড় ইনিংস আসেনি তাঁর ব্যাটে। হরমনপ্রীত কৌর গত ম্যাচে ২৪ রান করেছিলেন। সেটিই সর্বাধিক। ইনিংস অ্যাঙ্কর করার মতো কেউ নেই। গত ম্যাচে আরও লজ্জার হার হতে পারত। সেই ব্যবধান কমান রাধা যাদব। সাইমা ঠাকোরকে নিয়ে দুর্দান্ত একটা জুটি গড়েন। নিউজিল্যান্ড পেস আক্রমণের বিরুদ্ধে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যাটাররা। তেমনই লেগ স্পিনার অ্যামেলিয়া কেরের বিরুদ্ধেও। তৃতীয় ম্যাচে সিরিজ জেতা যেমন লক্ষ্য তেমনই ব্যাটিংয়ের রোগ সারানোও।

ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় ওডিআই, দুপুর ১.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার