IND W vs NZ W Report: স্মৃতি মান্ধানার রেকর্ড সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘দুর্গ’ অক্ষত ভারতের

India vs New Zealand 3rd ODI: মাত্র ৮৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। কিন্তু ব্রুক হ্যালিডের অনবদ্য ইনিংস নিউজিল্যান্ডকে ২০০ পেরোতে সহযোগিতা করে। প্রচণ্ড গরমে কাহিল হয়ে না পড়লে সেঞ্চুরিও নিশ্চিত ছিল হ্যালিডের। ৮৬ রানে ফেরেন তিনি। লিয়া তাহুহু শেষ দিকে ছোট্ট ক্যামিও ইনিংস খেলেন। নিউজিল্যান্ড অলআউট ২৩২ রানে।

IND W vs NZ W Report: স্মৃতি মান্ধানার রেকর্ড সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 'দুর্গ' অক্ষত ভারতের
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Oct 29, 2024 | 10:48 PM

ভারতের মাটিতে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল…। কয়েকদিন আগে পর্যন্ত এই অহংকার ছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। এ বার সেই রেকর্ড ভেঙে গিয়েছে। বেঙ্গালুরু এবং পুনে টেস্ট জিতে সিরিজও নিশ্চিত করেছে। প্রথম বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছে নিউজিল্যান্ড। একই ভাবে ভারতের মাটিতে কখনও ওডিআই সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল। সেই রেকর্ড বজায় থাকল। তিন ম্যাচের সিরিজ জিতে দুর্গ অক্ষত রাখলেন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীতরা। কিংবদন্তি মিতালি রাজের রেকর্ডও ভাঙলেন স্মৃতি।

নিয়মিত ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতেই প্রথম ম্যাচ জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত ফেরেন। কিন্তু ব্যাটিং বিপর্যয় কাটেনি। তার সুযোগ নিয়ে সিরিজ ১-১ করেছিল ভারত। নির্ণায়ক ম্যাচে ভারতের অনবদ্য ফিল্ডিং নিউজিল্যান্ডকে প্রবল চাপে ফেলেছিল। তৃতীয় ওডিআইতে টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। জর্জিয়া প্লিমারের ভুল কল ও জেমাইমার দুর্দান্ত থ্রোয়ে শুরুতেই রান আউট সুজি বেটস। কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে নামা প্রিয়া মিশ্রর গুগলিতে ক্লিন বোল্ড সোফি ডিভাইন। মাত্র ৮৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। কিন্তু ব্রুক হ্যালিডের অনবদ্য ইনিংস নিউজিল্যান্ডকে ২০০ পেরোতে সহযোগিতা করে। প্রচণ্ড গরমে কাহিল হয়ে না পড়লে সেঞ্চুরিও নিশ্চিত ছিল হ্যালিডের। ৮৬ রানে ফেরেন তিনি। লিয়া তাহুহু শেষ দিকে ছোট্ট ক্যামিও ইনিংস খেলেন। নিউজিল্যান্ড অলআউট ২৩২ রানে।

গত দু-ম্যাচেই অফসাইডে ফাঁদে পড়েছিলেন স্মৃতি। ৫ এবং ০-র পর সেঞ্চুরি। এ বছর ওয়ান ডে ক্রিকেটে তাঁর পারফরম্যান্স অনবদ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচের হতাশা ভুলে তৃতীয় ম্যাচে সেঞ্চুরি। ওডিআই কেরিয়ারে স্মৃতির অষ্টম সেঞ্চুরি। মেয়েদের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ওডিআই সেঞ্চুরি ছিল মিতালি রাজের। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে ছুঁয়েছিলেন, এ বার ছাপিয়ে গেলেন।

সিরিজ নির্ণায়ক ম্যাচে রান তাড়ায় কোনও বিপর্যয় হয়নি ভারতের। পার্টনারশিপ হয়েছে। শেফালি ভার্মা দ্রুত আউট হলেও স্মৃতির সঙ্গে ৭৬ রান যোগ করেন যস্তিকা (৩৫)। এরপর ক্যাপ্টেন-ভাইস ক্যাপ্টেনের দুর্দান্ত জুটি। ১১৭ রান যোগ করেন। সেঞ্চুরির পরই অবশ্য আউট স্মৃতি (১০০)। ততক্ষণে দলের ভিত মজবুত করে দিয়েছেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৫৯ রানে অপরাজিত থাকেন। ৪৪.২ ওভারেই ৬ উইকেটে ম্যাচ এবং ২-১ ব্যবধানে ভারতের সিরিজ জয় ভারতের।

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের?
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের?
সুনীতায় মাথায় ফ্লুয়িড জমছে! কবে ফিরতে পারবেন, এখন কেমন আছেন তিনি?
সুনীতায় মাথায় ফ্লুয়িড জমছে! কবে ফিরতে পারবেন, এখন কেমন আছেন তিনি?
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল