মুম্বই: আজ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন জমানা শুরু হল। তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি বসলেন বিসিসিআইয়ের মসনদে। মুম্বইতে আজ, বসেছিল বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভা। এই সভার পরই রজার বিনিকে ৩৬তম বিসিসিআই (BCCI) সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাঁধে। আজ থেকে তিনি প্রাক্তন বিসিসিআই সভাপতি। মুম্বইতে বিসিসিআইয়ের এজিএমে হাজির ছিলেন মহারাজ। নতুন বোর্ড সভাপতি রজার বিনিকে (Roger Binny) শুভেচ্ছা জানিয়েছেন সদ্য প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কী বললেন মহারাজ ও বিনি, তুলে ধরল TV9Bangla।
বিনির উদ্দেশে সৌরভ বলেন, “আমি রজারকে (বিনি) শুভেচ্ছা জানাই। ওর আগামী দিনগুলো ভালো কাটুক এই কামনা করি। এ বার নতুন দল বিসিসিআইকে এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই দুর্দান্ত হাতে রয়েছে। ভারতীয় ক্রিকেট শক্তিশালী। আমি সকলকে শুভেচ্ছা জানাই।”
বিসিসিআইয়ের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে রজার বিনি জানান, শীঘ্রই তিনি বোর্ডের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন কীভাবে ভারতীয় ক্রিকেটারদের চোট পাওয়ার প্রবণতা কমানো যায়। তিনি বলেন, “বিসিসিআই সভাপতি হিসেবে, আমি প্রাথমিকভাবে দু’টি বিষয়ে ফোকাস করতে চাই। প্রথমত, প্লেয়ারদের চোট প্রতিরোধ করা। জসপ্রীত বুমরা বিশ্বকাপের ঠিক আগে চোট পেলেন, যা পুরো পরিকল্পনাতেই প্রভাব ফেলল। দ্বিতীয়ত, আমি দেশের পিচগুলিতে ফোকাস করতে চাই। ভারতের উইকেটগুলি আরও প্রাণবন্ত হওয়া উচিত। তা হলে আমরা যখন বিদেশে যাব, এখানে খেলার অভিজ্ঞতা আমাদের খেলোয়াড়দের সাহায্য করবে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজার মতো তারকা প্লেয়াররা ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। যা বড় ধাক্কা হয়েছে টিম ইন্ডিয়ার কাছে। এমনকি অস্ট্রেলিয়ায় ভারতীয় দল উড়ে যাওয়ার ঠিক আগে দীপক চাহারও চোট পেয়ে বসেন। তাই তিনিও বাদ পড়ে যান এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে।
বিনি আরও বলেন, “আমাদের একসঙ্গে বসতে হবে এবং আলোচনা করতে হবে কোথায় ভুল হচ্ছে। আমাদের চমৎকার প্রশিক্ষক, ফিজিয়ো এবং অন্যান্য বিশেষজ্ঞ রয়েছে। আমাদের তাঁদের সঙ্গে কথা বলতে হবে এবং কেন এত খেলোয়াড় চোট পাচ্ছেন তা খুঁজে বের করতে হবে।”
১) রজার বিনি – বিসিসিআই সভাপতি
২) রাজীব শুক্লা – বিসিসিআই সহ-সভাপতি
৩) জয় শাহ – বিসিসিআই সচিব
৪) দেবজিৎ সইকিয়া – বিসিসিআই যুগ্ম সচিব
৫) আশিষ শেলার – কোষাধ্যক্ষ
৬) অরুণ ধুমাল – আইপিএল চেয়ারম্যান
৭) খাইরুল জামাল – অ্যাপেক্স কাউন্সিল সদস্য
৮) অভিষেক ডালমিয়া – আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য