Watch Video: আবেদন নেই, ক্রিকেটাররা ঘুমোচ্ছিলেন? রান আউট না দিতেই মাঠে ঝামেলা
Australia vs West Indies 2nd T20I: ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল। প্রথমে ব্যাটিং করে গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ১২০ রানের সুবাদে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ২৪১ রান। শেষ অবধি ৩৪ রানে জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলেছেন ম্যাক্সওয়েলরা।
কলকাতা: ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, তেমনই মজার খেলাও। ২২ গজে এমন একাধিক ঘটনা ঘটে থাকে, যা দেখে ক্রিকেট প্রেমীরা কখনও হাসি চেপে রাখতে পারেন না। আবার কখনও ক্ষোভে ফেটেও পড়েন। অ্যাডিলেডে তেমনই এক ঘটনা ঘটেছে। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ (T20) ম্যাচে অজি ক্রিকেটাররা এমন কাণ্ড ঘটালেন, যা নেটদুনিয়ায় ভাইরাল। ক্যারিবিয়ান ক্রিকেটার আলজারি জোসেফ রান আউট ছিলেন। কিন্তু আম্পায়ার তাঁকে রান আউট দেননি। ব্যস তারপরই আম্পায়ারের সঙ্গে অস্ট্রেলিয়ার (Australia) ক্রিকেটারদের মাঠের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা।
আলজারি জোসেফ রান আউট থাকার পরও কেন আম্পায়ার তাঁকে আউট দেননি?
আসলে ১৮.৩ ওভারে রান আউট ছিলেন আলজারি জোসেফ। স্পেনসার জনসনের বল কভারের দিকে ঢেলে রান নিতে দৌড়ান আলজারি জোসেফ। মিচেল মার্শ বল হাতে তুলে নিয়ে নন স্ট্রাইকার এন্ডে থাকা বোলার জনসনের দিকে ছুঁড়ে দেন। জনসন মুহূর্তের মধ্যে স্টাম্প ভেঙে দেন। এরপর অজি ক্রিকেটাররা একসঙ্গে আম্পায়ারের কাছে এগিয়ে আসেন। রিপ্লেতেও দেখা যায় রান আউট হয়েছেন জোসেফ। ঠিক সেই সময় আম্পায়ার জানান যেহেতু অজি ক্রিকেটাররা আউটের আবেদন জানাননি তাই জোসেফ রান আউট নন। এরপর জস হ্যাজলউড, মিচেল মার্শদের হাসতে দেখা যায়। আর আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন।
No appeal = no run out?
An unusual situation unfolded in Sunday night’s T20 international #AUSvWI pic.twitter.com/PKmBVKyTyF
— cricket.com.au (@cricketcomau) February 11, 2024
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল। প্রথমে ব্যাটিং করে গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ১২০ রানের সুবাদে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ২৪১ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শেষ অবধি ৩৪ রানে জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলেছেন ম্যাক্সওয়েলরা।
এমসিসির নিয়ম অনুযায়ী ৩১.১ ধারায় বলা রয়েছে, আবেদন না করা হলে আম্পায়ার আউট দিতে পারবেন না। তাতে ওই ব্যাটার আউট থাকলেও আম্পায়ার নিজে থেকে আউট ঘোষণা করতে পারবেন না। ফলে অজি-ক্যারিবিয়ান ম্যাচে যা ঘটেছে, তা নিয়ে জোর আলোচনা হলেও নিয়ম অনুযায়ী আম্পায়ার সঠিক কাজই করেছেন।