বিগ ব্যাশে ক্রিকেটারদের চুল কাটায় কোপ ক্রিকেট অস্ট্রেলিয়ার

সিডনিতে করোনা ভাইরাস সংক্রমণের ফলেই এমন সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। কোভিড বিধি মেনেই বিগ ব্যাশ লিগে খেলতে হবে ক্রিকেটারদের।

বিগ ব্যাশে ক্রিকেটারদের চুল কাটায় কোপ ক্রিকেট অস্ট্রেলিয়ার
বিগ ব্যাশ চলাকালীন চুল কাটতে পারবেন না ক্রিকেটাররা ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Dec 24, 2020 | 5:31 PM

TV9 বাংলা ডিজিটাল: করোনা ভাইরাসের জের। এবার চুল কাটায় বিধিনিষেধ বিগ ব্যাশ খেলা ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ক্রিকেটাররা চুলই কাটতে পারবেন না। সাফ জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিডনিতে করোনা ভাইরাস সংক্রমণের ফলেই এমন সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। কোভিড বিধি মেনেই বিগ ব্যাশ লিগে খেলতে হবে ক্রিকেটারদের। করোনা সতর্কর্তা মেনেই থাকতে হবে ক্রিকেটারদের। বাইরে গিয়ে চুল কাটায় তাই বিধিনিষেধ আরোপ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, ক্রিকেটারদের মাস্কও বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন- ২০২২ সাল থেকে ১০ দলের আইপিএল

যদিও হোটেলের বাইরের খাবারের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাইরের খাবার খেতে হবে ঘরের ভিতরই । এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার কোভিড বিধিতে সাফ বলে দেওয়া হয়েছে যে  , ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা একমাত্র নিজেদের পোশাকই পরতে পারবেন। কিছুতেই অন্যদের পোশাক ব্যবহার করতে পারবেন না।