মুম্বই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। তবে সেটি গর্ব করার মতো নজির নয়। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি শূন্য় রানে আউট হওয়ার। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও খাতা না খুলেই ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে তাঁর ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জাতীয় দলের জন্য়ও। এ বারের আইপিএলে ১০ ম্য়াচে তাঁর সংগ্রহ মাত্র ১৮৪ রান। এর মধ্যে প্রথমে ব্য়াট করে ১৪৫ রান। হাফসেঞ্চুরি মাত্র একটি। রান তাড়ায় বারবার চাপের মুখে পড়ছেন রোহিত, বলাই যায়। সাদা বলে বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার এ বারের আইপিএলে স্ট্রাইকরেট মাত্র ১২৬.৮৯! গত বারের আইপিএলেও একই পরিস্থিতি ছিল রোহিতের। চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর আউট হওয়ার ধরণ নিয়েও ক্ষুব্ধ দেশের দুই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর এবং কৃষ্ণমাচারী শ্রীকান্ত। এক জন তো বলেই দিচ্ছেন, রোহিতের জায়গায় তাঁর নাম এখন ‘নো-হিট শর্মা’ রাখা উচিত। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে যারপরনাই ক্ষুব্ধ দেশের দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর এবং শ্রীকান্ত। দ্বিতীয় জনের মতে, মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে সুযোগ পাওয়ারই যোগ্য নন রোহিত। গাভাসকর প্রশ্ন তুলেছেন রোহিতের শট সিলেকশন নিয়ে। চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বই। খাতা খোলার আগেই আউট রোহিত। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি (১৬) শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েছেন রোহিত। সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর বলেন, ‘চেন্নাইয়ের বিরুদ্ধে ও যে শট খেলেছে, তা কখনোই ক্যাপ্টেনের মতো নয়। দল বিপদে পড়লে ক্য়াপ্টেন পরিস্থিতি সামাল দেবে। একটা ভদ্রস্থ ইনিংস খেলবে।’
?MSD comes up to the stumps ?
?Rohit Sharma attempts the lap shot
?@imjadeja takes the catch ?
Watch how @ChennaiIPL plotted the dismissal of the #MI skipper ?? #TATAIPL | #MIvCSK pic.twitter.com/fDq1ywGsy7
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
সিএসকের বিরুদ্ধে দুটি ডট বলের পরই স্কুপ শট খেলার চেষ্টায় উইকেট উপহার দেন রোহিত। গাভাসকর আরও যোগ করলেন, ‘ফর্মে থাকলে স্কুপ শট খেলায় সমস্যা নেই। কিন্তু আগের দুই ম্য়াচেও শূন্য় রানে আউট হওয়ার পর কেউ স্কুপ খেলে, এমনটা কাম্য় নয়। আগে কিছুটা রান করে আত্মবিশ্বাস বাড়াও, রানিং বিটউইন দ্য উইকেট ঠিক করো, তারপর না হয় বড় শটের জন্য চেষ্টা করবে।’
ওপেনিংয়ে রান পাচ্ছে না বলে চেন্নাইয়ের বিরুদ্ধে তিনে নামেন রোহিত। তাতেও লাভ হয়নি। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য কৃষ্ণমাচারী শ্রীকান্তের কথায়, ‘নো-হিট শর্মা। আমি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হলে ওকে একাদশেই জায়গা দিতাম না।’