Jasprit Bumrah: বুমরার কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া হল! অজি সফরের ভারতীয় দল নিয়ে অন্য বিকল্প প্রাক্তনীর

India Tour of Australia: কেমন হয়েছে অজি সফরের জন্য ভারতের টেস্ট টিম? তা নিয়ে নানা মুনির নানা মতের মতো ক্রিকেট মহলে একাধিক কথা শোনা যাচ্ছে। অনেকের মতে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের জন্য ভারতের যে স্কোয়াড ঘোষণা হয়েছে, তাতে বোলিং বিভাগ শক্তিশালী হয়নি।

Jasprit Bumrah: বুমরার কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া হল! অজি সফরের ভারতীয় দল নিয়ে অন্য বিকল্প প্রাক্তনীর
Jasprit Bumrah: বুমরার কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া হল, অজি সফরের ভারতীয় দল নিয়ে অন্য বিকল্প প্রাক্তনীর Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 27, 2024 | 3:36 PM

কলকাতা: দেশের মাটিতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলার মাঝেই বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে। কেমন হয়েছে অজি সফরের জন্য ভারতের টেস্ট টিম? তা নিয়ে নানা মুনির নানা মতের মতো ক্রিকেট মহলে একাধিক কথা শোনা যাচ্ছে। অনেকের মতে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের জন্য ভারতের যে স্কোয়াড ঘোষণা হয়েছে, তাতে বোলিং বিভাগ শক্তিশালী হয়নি। এ বার পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, তাঁর মনে হয় মহম্মদ সামি-হীন অজি সফর মানেই ম্যাজিক মিসিং। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) কি পারবেন অত চাপ সামলাতে?

জসপ্রীত বুমরার পাশাপাশি ভারতের বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে রয়েছেন মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানার মতো পেসাররা। সিরাজের সঙ্গে বুমরা জুটি বাঁধতে পারবেন। কিন্তু আকাশ দীপ-প্রসিধদের অভিজ্ঞতা তাঁদের থেকে কম। আর হর্ষিতের তো এখনও আন্তর্জাতিক অভিষেকও হয়নি। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি মনে করছেন, জসপ্রীত বুমরার উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হল।

নিজের ইউটিউব চ্যানেলে বসিত আলি অজি সফরের ভারতীয় দল নিয়ে নিজের মত বলতে গিয়ে জানান, সামি না থাকায় তিনি অবাক। পাশাপাশি অর্শদীপের সুযোগ পাওয়া উচিত ছিল তাঁর মনে হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের অস্ট্রেলিয়া সফরের স্কায়াডে মহম্মদ সামির নাম না দেখে আমি অবাক হয়েছি। এর মানে জসপ্রীত বুমরার উপর অনেক বেশি চাপ পড়বে। বৈচিত্রর দিক থেকে দেখতে গেলে অর্শদীপ সিংয়েরও স্কোয়াডে জাগয়া পাওয়া উচিত ছিল। ভারতের জোরে বোলিং বিভাগ সামিকে ছাড়া অসম্পূর্ণ। অস্ট্রেলিয়ার মাটিতে সামিকে ছাড়া ভারতীয় টিম সমস্যায় পড়বে। অস্ট্রেলিয়ায় জোরে বোলিং অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। আমার মনে হয় ভারত বড় সমস্যায় পড়বে।’

বর্ডার-গাভাসকর ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্য়ু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ প্লেয়ার- মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।