
মুম্বই: মায়ানগরী আজই আরও মায়াবী হবে, যখনই বিশ্বকাপ ফাইনালের পা রাখবে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত… রোহিত… বিরাট… বিরাট… মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম বুধবার এই সব স্লোগানেই গমগম করবে। সঙ্গে থাকবে ইন্ডিয়া… ইন্ডিয়া… ধ্বনিও। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) সেমিফাইনালের। এমন দিনে ভারত-নিউজিল্যান্ড ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের কথা অনেক ক্রিকেট প্রেমীদের মনে পড়তে পারে। এ বার কিউয়িদের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে মেন ইন ব্লু। গ্রুপ পর্বে নয়ে নয় জয়ের পর সেমিফাইনাল খেলতে চলেছে টিম ইন্ডিয়া। কিন্তু অতীতের এক অদ্ভূত পরিসংখ্যান অবশ্য ভারতীয় সমর্থকদের মনে ভয় ধরাতে পারে। টিম ইন্ডিয়ার সব আশা আজ ওয়াংখেড়েতে ভেঙে চুরমার হয়ে যাবে না তো? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতকে কোনও দলই হারাতে পারেনি। একে একে ৯ প্রতিপক্ষকে উড়িয়ে শেষ চারে পা রেখেছে টিম ইন্ডিয়া। আজ ফাইনালের টিকিট পাওয়ার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়বেন বিরাট-রোহিতরা। কিন্তু পরিসংখ্যান বলছে, অতীতে যে দল বিশ্বকাপের রাউন্ড রবিন ফর্ম্যাটে এক নম্বরে শেষ করেছে, তারা ফাইনালের টিকিট পায়নি।
এক বার নয়, অতীতে এমন ঘটনা দু’বার হয়েছে। ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রথম বার এমন ঘটনা হয়েছিল ১৯৯২ সালে। সে বারের বিশ্বকাপে নিউজিল্যান্ড গ্রুপ পর্বে ৮ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থানে শেষ করেছিল। অবশ্য সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় বার এই ঘটনা ঘটেছিল টিম ইন্ডিয়ার সঙ্গেই। গ্রুপ পর্বে ৯ ম্যাচে ৭টিতে জিতে ১৫ পয়েন্ট অর্জন করেছিল ভারত। পয়েন্ট টেবলের শীর্ষস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল ভারত। অবশ্য সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেনি মেন ইন ব্লু। নিউজিল্যান্ডের কাছেই গত বারের বিশ্বকাপের সেমিতে হেরেছিল ভারত। এ বার ফের ভারত গ্রুপ পর্বের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। এই পরিসংখ্যান কি অশনি সংকেত দিচ্ছে? আপামর ভারতীয় ক্রিকেট প্রেমী চায় এ বার এই অদ্ভূত পরিসংখ্যান যেন কোনও ভাবেই না মেলে।