ICC World Cup: তিরুবনন্তপুরমে রোহিত-হার্দিকরা, টিমের সঙ্গে গেলেন না বিরাট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 02, 2023 | 8:56 AM

Team India: বিশ্বকাপের আগে ১০ দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ৩০ সেপ্টেম্বর ছিল ভারত-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচে শুধু টস হয়েছিল। বৃষ্টির জন্য একটি বলও মাঠে গড়ায়নি। ফলে মেন ইন ব্লুর প্রথম ওয়ার্ম আপ ম্যাচ ভেস্তে যায়। আগামিকাল ভারতের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

ICC World Cup: তিরুবনন্তপুরমে রোহিত-হার্দিকরা, টিমের সঙ্গে গেলেন না বিরাট
ICC World Cup: তিরুবনন্তপুরমে রোহিত-হার্দিকরা, টিমের সঙ্গে গেলেন না বিরাট

Follow Us

তিরুবনন্তপুরম: ক্যালেন্ডার বলছে আজ ২ অক্টোবর। গান্ধীজয়ন্তী। সরকারি ছুটির দিন। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের দম ফেলার ফুরসত নেই। কারণ দিন দুয়েক পর শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। অপেক্ষার অবসান হবে ৫ অক্টোবর। বিশ্বকাপের আগে ১০ দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ৩০ সেপ্টেম্বর ছিল ভারত-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচে শুধু টস হয়েছিল। বৃষ্টির জন্য একটি বলও মাঠে গড়ায়নি। ফলে মেন ইন ব্লুর প্রথম ওয়ার্ম আপ ম্যাচ ভেস্তে যায়। আগামিকাল ভারতের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই ম্যাচের জন্য তিরুবনন্তপুরমে পৌঁছে গেল ভারতীয় টিম। তবে দলের সঙ্গে গেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। কেন জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গুয়াহাটি থেকে চাটার্ড ফ্লাইটে করে তিরুবনন্তপুরমে পৌঁছেছে ভারতীয় টিম। বিমানবন্দরে জড়ো হয়েছিলেন ভারতের একাধিক ভক্ত। তাঁরা রোহিত-হার্দিকদের স্বাগত জানান। কেরালায় টিম ইন্ডিয়ার টিম বাসের সামনে ভক্তদের ‘ভারত… ভারত…’ স্লোগানও শোনা যায়। রোহিত-হার্দিক-শার্দূল-শুভমন-অশ্বিনদের বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেলেও বিরাট কোহলিকে দেখা যায়নি। ক্রিকবাজের খবর অনুযায়ী, বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ব্যক্তিগত কারণে মুম্বইয়ে গিয়েছেন বিরাট। তিনি দলের সঙ্গে শীঘ্রই যোগ দেবেন।

দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের আগে হঠাৎই জোর গুঞ্জন, বিরাট কোহলি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর রীতিমতো ভাইরাল। অবশ্য বিরাট এবং তাঁর স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু টিমের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের জন্য তিরুবনন্তপুরমে কোহলি না যাওয়ায়, তাঁর দ্বিতীয় বার বাবা হওয়ার খবর নিয়ে আরও আলোচনা চলছে নেটদুনিয়ায়।

এরই মাঝে রোহিত অ্যান্ড কোং কেরালায় পৌঁছতেই সেখানে ভারী বৃষ্টিপাত হয়। যার ফলে একটা চিন্তা থেকেই যাচ্ছে যে ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও ভেস্তে যাবে না তো? আজ সোমবার, টিম ইন্ডিয়ার জন্য একটি অনুশীলন সেশনের পরিকল্পনা করা হয়েছে। বিসিসিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, টিম ইন্ডিয়ার জন্য দুপুর ২টো থেকে কেসিএ-সেন্ট জেভিয়ার্স কলেজ ক্রিকেট গ্রাউন্ডে এক ঐচ্ছিক অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে।

Next Article