নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটারদের নিয়ে সারাক্ষণই কিছু না কিছু মন্তব্য় করতে থাকেন পাকিস্তানের অনেক প্রাক্তন-বর্তমান ক্রিকেটারই। কখনও তা সমালোচনার মাপকাঠি ছাপিয়ে যায়। তাদের নানা কটাক্ষের যোগ্য় জবাব দেন ভারতীয় ক্রিকেটাররাও। তবে মুখের কথার চেয়ে পারফরম্য়ান্সেই ছাপ রাখেন ভারতীয় ক্রিকেটাররা। বর্তমান ক্রিকেটাররা পাকিস্তানের সব মন্তব্য় নিয়ে মাথাও ঘামান না। এতে অযথা সময় নষ্ট বলেই মনে করেন তাঁরা। তবে এ বার চুপ করে থাকতে নারাজ ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। লাগাতার অপ্রীতিকর মন্তব্য়ের জবাব দিলেন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। পাকিস্তানের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পান না। সেই হতাশা থেকেই কি এমন মন্তব্য? কেন এত চটে গেলেন গাভাসকর? বিস্তারিত TV9Bangla-য়।
বছরের পর বছর ধরে, বিভিন্ন দেশের প্লেয়ারদের একত্রে আনতে এক অনুঘটকের ভূমিকা পালন করছে আইপিএল। বিশ্বের অভিজ্ঞ, তারকা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করায় আইপিএলের মাধ্য়মে অনেক তরুণ ক্রিকেটারই লাভবান হন। শুধু তাই নয়, আর্থিক দিক থেকেও সারা বিশ্বের ক্রিকেটারদের কাছে সবচেয়ে লাভজনক ফ্র্য়াঞ্চাইজি লিগ আইপিএল। এক দলে খেলার ফলে সৌহার্দ বেড়েছে। কিংবদন্তি সুনীল গাভাসকর মনে করেন যে, আইপিএল সারা বিশ্বের ক্রিকেটারদের ব্যবধান কমিয়েছে। কিন্তু পাকিস্তান বরাবরই ব্যতিক্রমী হিসেবে কাজ করেছে। আইপিএলের উদ্বোধনী সংস্করণেই শুধু খেলার সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা।
ভারত অস্ট্রেলিয়ার মধ্যে চলতি টেস্ট সিরিজকে সামনে রেখে গাভাসকরের এই মন্তব্য উঠে এসেছে। পাকিস্তানের ক্রিকেটাররা সারাক্ষণ খবরে থাকার জন্য় এমন আলটপকা মন্তব্য় করে চলেছেন বলেই মত সুনীল গাভাসকরের। তিনি বলেন “এটি খুবই দুঃখজনক ব্যাপার। সীমান্তের ওপারের লোকেদের মতামত এত বেশি প্রকাশ পায়। সীমান্তের ওপারের কিছু প্রাক্তন খেলোয়াড় ভারতীয় খেলোয়াড়কে নীচে নামিয়ে পাকিস্তানি খেলোয়াড়কে শ্রেষ্ট বানানোর চেষ্টা করে। যারা এমন করে, তারা জানে এটি করলে তারা অবিলম্বে ভারতীয় সমর্থকদের থেকে প্রতিক্রিয়া পাবে। সেক্ষেত্রে শিরোনামে থাকা যাবে। পাকিস্তানের সমর্থকদেরও বাহবা পাওয়া যায়। তাদের এসব মন্তব্য় আদতে আমাদের ক্রিকেটারদের কিছুই যায় আসে না।”