Virat Kohli: বিরাটের ইয়ারবাড নিয়ে হইচই, ভারতে তা পাওয়াই যায় না; দাম শুনলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 30, 2023 | 1:30 PM

India vs West Indies: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আজ থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ। টেস্ট সিরিজের মতো ওডিআই সিরিজেও নজর থাকবে বিরাট কোহলির উপর।

Virat Kohli: বিরাটের ইয়ারবাড নিয়ে হইচই, ভারতে তা পাওয়াই যায় না; দাম শুনলে চমকে যাবেন
Virat Kohli: বিরাটের ইয়ারবাড নিয়ে হইচই, ভারতে তা পাওয়াই যায় না; দাম শুনলে চমকে যাবেন

Follow Us

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটারদের পছন্দের জিনিসের তালিকা জানতে সব সময় অধীর আগ্রহে থাকেন তাঁদের অনুরাগীরা। একাধিক ক্রিকেট প্রেমী তাঁদের প্রিয় ক্রিকেটারের হাতে কোনও ঘড়ি দেখলে তার ইতিবৃত্তান্ত খুঁজে বার করেন। কেউ আবার তাঁর প্রিয় ক্রিকেটারকে কোনও ব্র্যান্ডেড পোশাক, সানগ্লাস থেকে বিভিন্ন লাক্সারি গাড়ি ব্যবহার করতে দেখলে, তা নিয়েও খোঁজ নেওয়া শুরু করে দেন। এ বার হইচই ফেলল বিরাট কোহলির (Virat Kohli) ইয়ারবাড (Earbuds)। যা ভারতে পাওয়াই যায় না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত ভারতীয় টিম। সেখানেই রয়েছেন বিরাট কোহলিও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। একইসঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারের ৭৬তম সেঞ্চুরিও হাঁকিয়েছেন বিরাট। দ্বিতীয় টেস্টে বিরাট সেঞ্চুরি করে সকলের মন জয় করে নিয়েছিলেন। এই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জসুয়া দ্য সিলভার মা-ও। বিরাটের সেঞ্চুরির পর তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পান জসুয়ার মা। সেই সময় বিরাটকে জড়িয়ে ধরে তাঁর ভালোবাসা প্রকাশ করেন জসুয়ার মা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানেই সকলের নজরে পড়েছিল বিরাট কোহলির ইয়ারবাড।

এরপর সেই ইয়ারবাড নিয়ে খোঁজ নেওয়া শুরু করে দেন বিরাটের ভক্তরা। বিরাট কোহলি অ্যাপেলের ইয়ারবাড ব্যবহার করেন। ভারতে সেলিব্রিটিরা Apple AirPods Pro এবং Apple AirPods Max ব্যবহার করেন। কিন্তু এ বার বিরাট ক্যারিবিয়ান সফরে যে ইয়ারবাড ব্যবহার করছেন তা আপেলেরই। কিন্তু ভারতে পাওয়া যায় না। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলি Beats Powerbeats Pro TWS ইয়ারবাড ব্যবহার করছেন। অ্যাপলের অফিসিয়াল ইউএস স্টোরে এই ইয়ারবাড পাওয়া যায়। যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার টাকা। এই ইয়ারবাডগুলি ওজনে হালকা। কমফোর্ট ও স্টেবিলিটির জন্য এটি অ্যাডজাস্ট করা যায়। সিকিওর-ফিট ইয়ারহুক রয়েছে। এ ছাড়া কঠিন পরিশ্রমের সময় ঘাম ও জল লাগলে আইপিএক্স ফোর-রেটেড ইয়ারবাডটির কোনও ক্ষতিও হবে না।

Next Article