TV9 বাংলা ডিজিটাল: শনিবার থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে প্রথম টেস্টে পর্যুদস্ত হওয়ার পর মেলবোর্নে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। নেতা কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। দীর্ঘদিন ব্যাটে রান নেই। তার ওপর নেতৃত্বের চাপ। নিঃসন্দেহে অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে অজিঙ্কা রাহানে।
.@ajinkyarahane88 on @imVkohli‘s message for #TeamIndia before his departure. #AUSvIND pic.twitter.com/nui9nKZvU6
— BCCI (@BCCI) December 25, 2020
২০১৯ সালের পর থেকেই রাহানের গ্রাফ ক্রমশ নীচের দিকে নামছে। চলতি বছরে এখনও পর্যন্ত একটি হাফসেঞ্চুরিও আসেনি তার ব্যাট থেকে। বিদেশের মাটিতে শেষ ৪টি টেস্টে রাহানের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৪। ডনের দেশে ৯টি টেস্টে রাহানের ব্যাটিং গড় ৪১.১২। সর্বোচ্চ ১৪৭। ২০১৯ সালের পর তার ব্যাট সেভাবে কথা বলেনি। দক্ষিণ আফ্রিকা সফরে বাদ পড়ার পরই অফফর্মে চলে যান ভারতের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড সফরে শেষ ১২টি টেস্ট খেলে রাহানের সংগ্রহ মোট ৬০৭ রান। ব্যাটিং গড় ২৬.৩৯। ফলে মেলবোর্নে নিঃসন্দেহে কঠিন পরীক্ষার সামনে পড়তে চলেছেন অজিঙ্কা রাহানে।
Getting ready!
Snapshots from #TeamIndia‘s practice session at the MCG.
?Getty Images Australia pic.twitter.com/Uia84yrvxR— BCCI (@BCCI) December 23, 2020
আরও পড়ুন:বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম একাদশে ৪ পরিবর্তন
প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, রাহানের ফুট ওয়ার্কে উন্নতির প্রয়োজন। এছাড়া রাহানের ব্যাটিং টেকনিক নিয়েও সরব হয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান। নেট সেশনে ফুল এবং শর্ট লেন্থ বলে রাহানেকে আরও নিখুঁত হওয়ার পরামর্শও দেন সঞ্জয় মঞ্জরেকর। মেলবোর্ন টেস্ট যেন অজিঙ্কা রাহানের কাছে একপ্রকার অ্যাসিড টেস্ট। বিরাট কোহলির অনুপস্থিতিতে ৪ নম্বরেই হয়তো ব্যাট হাতে মাঠে নামবেন তিনি। ৩ বছর আগে ধরমশালা টেস্টে বিরাট কোহলি চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। সেবার ৪ উইকেটে অজিদের হারিয়েছিল টিম ইন্ডিয়া। ২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টেও ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। আফগানদের ১ ইনিংস ও ২৬২ রানে হারায় ভারত। জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিয়ে এখনও পর্যন্ত রাহানের উইনিং রেকর্ড ১০০ শতাংশ। বিদেশের মাটিতে অবশ্য এই প্রথমবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন তিনি। কঠিন চাপ সামলেই নিজেকে প্রমাণের লড়াই অজিঙ্কা রাহানের।