T20 World Cup 2022: টস জিতে ব্যাটিং কিউয়িদের, সেমির লড়াইয়ে বাবরদের বড় টার্গেট দেওয়াই লক্ষ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি নিউজিল্যান্ড ও পাকিস্তান।

T20 World Cup 2022: টস জিতে ব্যাটিং কিউয়িদের, সেমির লড়াইয়ে বাবরদের বড় টার্গেট দেওয়াই লক্ষ্য
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 1:23 PM

সিডনি: আইকনিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) হাইভোল্টেজ সেমিফাইনাল। মুখোমুখি নিউজিল্যান্ড ও পাকিস্তান (NZ vs PAK)। প্রথম সেমিতে টস ভাগ্য সঙ্গ দিল কিউয়িদের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কেন উইলিয়ামসন। কেন বললেন, “এই পিচ বহুল ব্যবহৃত এবং ঘাসে ঢাকা। উইকেট এক হলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা খেলায় মনোযোগী হতে চাই। গত ম্যাচের অপরিবর্তিত একাদশ রেখে মাঠে নামছে নিউজিল্যান্ড।”

পাকিস্তানও গুরুত্বপূর্ণ ম্যাচে দলে পরিবর্তনের দিকে ঝোঁকেনি। টসের পর পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম বলেন, “টস আমাদের হাতে নেই। আমরা চেষ্টা করব বিপক্ষের উপর চাপ বাড়াতে। দলে কোনও পরিবর্তন হচ্ছে না।” মাঠে নামার আগে ত্রিদেশীয় সিরিজের ফলাফলের কথা মনে করিয়ে দিলেন পাক ক্যাপ্টেন। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল পাকিস্তান। বাবর বললেন, “ওই সিরিজ থেকে আমরা প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। তবে নিউজিল্যান্ড টিম কোয়ালিটি ক্রিকেটারে পরিপূর্ণ। পরিস্থিতি অনুযায়ী আমরা খেলব। শেষ দুটি সংস্করণের ফাইনাল আমরা খেলতে পারিনি। এবার সেমিফাইনাল জেতাই হবে লক্ষ্য।”

দুই শিবিরেই বোলিং দক্ষতায় সমানে সমানে। পাকিস্তানের টপ অর্ডার কিছুটা চিন্তার কারণ। তেমনই নিউজিল্যান্ড অস্বস্তিতে ছিল অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্ম নিয়ে। সুপার টুয়েলভের শেষ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন উইলিয়ামসন। মিডল অর্ডারে গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেলরা রয়েছেন। ভুললে চলবে না টিম সাউদি-ট্রেন্ট বোল্টের পেস জুটি। কিংবা ধারাবাহিক ভাল পারফর্ম করা বাঁ হাতি স্পিনার মিচেল স্য়ান্টনারের কথা। পাকিস্তান বোলিং নিয়ে খুব বেশি চিন্তার জায়গা ছিল না। তাদের চিন্তায় রেখেছিল ব্যাটিং আক্রমণ। মহম্মদ হ্যারিসের অন্তর্ভূক্তি এবং সীমিত সুযোগেই ছাপ ফেলেছেন। সেমিফাইনালে পাকিস্তানের নজর থাকবে ৯২’র পুনরাবৃত্তিতে। অন্যদিকে, নিউজিল্যান্ডের নজরে ফাইনাল। রুদ্ধশ্বাস একটা ম্যাচের অপেক্ষায় সিডনির গ্যালারি এবং ক্রিকেট বিশ্ব।

পাকিস্তান একাদশ : বাবর আজম, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হ্যারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন, টিম সাউদি, ঈশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি/জেমস নিশাম, ড্যারেল মিচেল, লাচলান ফার্গুসন, ডেভন কনওয়ে, ট্রেন্ট বোল্ট, ফিন অ্যালেন