Yastika Bhatia: জন্মদিনে বিগ ব্যাশে দুর্দান্ত অভিষেক ভারতের কিপার-ব্যাটারের

WBBL Melbourne Stars: নির্ণায়ক ম্যাচে বোলারদের অনবদ্য পারফরম্যান্সের পর স্মৃতি মান্ধানার রেকর্ড অষ্টম সেঞ্চুরি। ঘরের মাঠে এই সিরিজ শেষ হতেই মেয়েদের বিগ ব্যাশে সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিলেন। তাঁদের একজন যস্তিকা ভাটিয়া। বিগ ব্যাশে অভিষেকও দুর্দান্ত হল।

Yastika Bhatia: জন্মদিনে বিগ ব্যাশে দুর্দান্ত অভিষেক ভারতের কিপার-ব্যাটারের
Image Credit source: Melbourne Stars X

Nov 01, 2024 | 10:56 PM

সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছে তিন ম্যাচের সিরিজ। প্রথম ওডিআই জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে হার। নির্ণায়ক ম্যাচে বোলারদের অনবদ্য পারফরম্যান্সের পর স্মৃতি মান্ধানার রেকর্ড অষ্টম সেঞ্চুরি। ঘরের মাঠে এই সিরিজ শেষ হতেই মেয়েদের বিগ ব্যাশে সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিলেন। তাঁদের একজন যস্তিকা ভাটিয়া। বিগ ব্যাশে অভিষেকও দুর্দান্ত হল।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সে জায়গা পেয়েছিলেন যস্তিকা ভাটিয়া। নিজের ২৪তম জন্মদিনে বিগ ব্য়াশে অভিষেক হল যস্তিকার। প্রথম ম্যাচ সিডনি সিক্সার্সের বিরুদ্ধে। ডাকওয়ার্থ লুইস নিয়মে তাঁর টিম মেলবোর্ন স্টার্স জিতেছে ৩২ রানে। গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভারতীয় ব্যাটার যস্তিকা ভাটিয়া।

দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন আর নিয়মিত নন যস্তিকা। ওয়ান ডে ফরম্যাটেও রিচার অনুপস্থিতিতে প্রথম চয়েস কিপার-ব্যাটার হিসেবে খেলেছেন। তবে উইমেন্স প্রিমিয়ার লিগে অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সে নিয়মিত সুযোগ পান। এ দিন মেলবোর্নের হয়ে ২৮ বলে ৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন যস্তিকা। তিনটি বাউন্ডারি এবং দুটি ছয় মেরেছেন বাঁ হাতি যস্তিকা ভাটিয়া। নিজের জন্মদিনটাও স্মরণীয় করে রাখলেন।