দেখতে দেখতে ১০টা বছর পেরিয়ে গেছে। ২০১১ সালের ২ এপ্রিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ (World Cup) জয়ের স্বাদ পেয়েছিল ভারত (India)। ধোনি-গৌতমের সেদিনের পার্টনারশিপটা চিরকাল সকলের মনে থাকবে। ৯৭ রানে গৌতমের আউট হওয়া, ছক্কা মেরে ভারতকে ধোনির জেতানো সব কিছুর স্মৃতি আজও যেন টাটকা। ১৯৮৩-র বিশ্বকাপের ঠিক ২৮ বছর পর ফের বিশ্বকাপ আসে ভারতে। তাই সেই জয়ে সামিল হওয়া ক্রিকেটার থেকে সকল দেশবাসীর কাছে ২০১১-র বিশ্বকাপের একটা আলাদা গুরুত্ব রয়েছে।