Moeen Ali: এক শব্দের বার্তায় অবসর ভেঙেছেন মইন আলি!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 14, 2023 | 12:05 AM

Ashes Series, Ben Stokes: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স অবশ্য কিছুটা চিন্তার। সে অবশ্য অনেক আগের কথা। শেষ বার ২০১৫ সালে অ্যাসেজ টেস্ট খেলেছিলেন মইন আলি।

Moeen Ali: এক শব্দের বার্তায় অবসর ভেঙেছেন মইন আলি!
Image Credit source: twitter

Follow Us

লন্ডন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ। এ বার অ্যাসেজে নজর ক্রিকেট প্রেমীদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে অস্ট্রেলিয়া শিবির। তেমনই বেন স্টোকসের নেতৃত্বে এবং ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে দুর্দান্ত পারফর্ম করছে ইংল্যান্ডও। অ্যাসেজের আগে ইংল্যান্ড শিবির ধাক্কা খেয়েছিল। চোটের কারণে ছিটকে গিয়েছেন বাঁ হাতি স্পিনার। তাঁর পরিবর্ত স্পিনার প্রয়োজন ছিল ইংল্যান্ডের। মইন আলির চেয়ে ভালো বিকল্প আর কেই বা হতে পারেন! কিন্তু টেস্ট ক্রিকেটকে বছর দুয়েক আগেই বিদায় জানিয়েছিলেন মইন আলি। এ বারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ট্রফি জিতেছেন মইন। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও ছিলেন চেন্নাই সুপার কিংসেই। আইপিএল তথা জাতীয় দলের সতীর্থ বেন স্টোকসের এক লাইনের মেসেজেই অবসর ভেঙে টেস্ট দলে ফেরার সিদ্ধান্ত নেন মইন আলি! অ্যাসেজ সিরিজের আগে এমনটাই বলছেন ইংল্যান্ডের এই স্পিন বোলিং অলরাউন্ডার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুক্রবার শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত অ্যাসেজ সিরিজ। ঘরের মাঠেই টেস্টে প্রত্যাবর্তন হচ্ছে মইন আলির। এজবাস্টনে অ্যাসেজ সিরিজের প্রথম ম্যাচের আগে মইন আলি বলছেন, ‘স্টোকসি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে মেসেজ করেছিল। লিখেছিল-অ্যাসেজ?’ বেন স্টোকসের এই মেসেজের আগে অবশ্য জ্যাক লিচের ছিটকে যাওয়ার খবর ছিল না মইনের কাছে। সে কারণেই প্রথমে অট্টহাসির ইমোজি পাঠান। কিন্তু ভুল ভাঙে অবশেষে। বলছেন, ‘তারপরই খবরটা পাই। স্টোকসির (বেন স্টোকস) সঙ্গে কথা হয়। পুনরায় অ্যাসেজ খেলব, দারুণ ব্যাপার।’

মইন আলি শেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালের সেপ্টেম্বরে। বেন স্টোকসের জায়গায় অন্য কোনও অধিনায়ক বললে অবশ্য অবসর সিদ্ধান্ত বদলাতো না বলেই জানালেন মইন আলি। টেস্ট ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স মইন আলির। ৬৪ ম্যাচে ১৯৫ উইকেট। প্রায় তিন হাজার রানও রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স অবশ্য কিছুটা চিন্তার। সে অবশ্য অনেক আগের কথা। শেষ বার ২০১৫ সালে অ্যাসেজ টেস্ট খেলেছিলেন মইন আলি।

Next Article