Watch Video: ভিডিয়ো না দেখলেই মিস, বল তুমি কার? ভাবতে ভাবতে মজার চার

Mar 17, 2024 | 3:48 PM

বাইশ গজের বহু ঘটনা নিয়ে ম্যাচের শেষেও বার বার আলোচনা হয়। নেটদুনিয়ায় ২২ গজের একাধিক ঘটনার ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয়। এ বার তেমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। চোখের পলকে অনবদ্য ফিল্ডিং বদলে গেল হাসির খোরাকে। এমন ঘটনা ঘটেছে এক ক্রিকেট ম্যাচে।

Watch Video: ভিডিয়ো না দেখলেই মিস, বল তুমি কার? ভাবতে ভাবতে মজার চার
বল তুমি কার? ভাবতে ভাবতে মজার চার, ভিডিয়ো না দেখলেই মিস

Follow Us

কলকাতা: বাইশ গজের বহু ঘটনা নিয়ে ম্যাচের শেষেও বার বার আলোচনা হয়। নেটদুনিয়ায় ২২ গজের একাধিক ঘটনার ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয়। এ বার তেমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। চোখের পলকে অনবদ্য ফিল্ডিং বদলে গেল হাসির খোরাকে। এমন ঘটনা ঘটেছে এক ক্রিকেট ম্যাচে। তা অবশ্য ভারতে নয়। হয়েছে স্পেনের এক কার্টামা ওভালে। চলছিল ইউরোপিয়ান ক্রিকেট লিগের এক ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল ইন্ডিপেন্ডেন্টস সিসি ও ডোনাস্ট্যাড। গ্রুপ এফ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ছিল। সেখানে ডোনাস্ট্যাডের এক ক্রিকেটার ফিল্ডিংয়ের সময় এমন কাণ্ড ঘটান, যা দেখে অনেকেই হাসি চেপে রাখতে পারছেন না। আর ভাবুন তো কী অবস্থা হয়েছিল ওই ক্রিকেটারের?

এ বার বিষয়টা খুলে বলা যাক। ইউরোপিয়ান ক্রিকেট লিগের গ্রুপ এফ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রথমে ডোনাস্ট্যাড ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে। তাদের ইনিংস ঠিকই ছিল। আসল মজার ঘটনা ঘটে ইন্ডিপেন্ডেন্টস সিসি রান তাড়া করার সময়। তাদের প্রথম ওভারের তৃতীয় বলে একটি ওয়াইড ডেলিভারি করেন ডোনাস্ট্যাডের বোলার। উইকেটকিপার বল আটকাতে পারেননি। বাউন্ডারি লাইনের কাছাকাছি ডোনাস্ট্যাডের এক ফিল্ডার দৌড়ে এসে বল পা দিয়ে আটকে দেন। এবং ভারসাম্য রাখতে না পেরে তিনি বাউন্ডারি লাইনের সামনে থাকা বিজ্ঞাপনের বোর্ড টপকে যান। এই অবধি ঠিকই ছিল। তারপরই ঘটে যত বিপত্তি।

এক্কেবারে হিরোর মতো মুহূর্তে বল বাউন্ডারি হওয়া থেকে আটকে দিলেও, পরক্ষণেই ছবি বদলে যায়। তিনি মাঠে ফিরে বল ভেতরের দিকে ছুঁড়তে যান। সেই সময় ঘটে বিপত্তি। উইকেটকিপারও সেই সময় বাউন্ডারি লাইনের কাছে পৌঁছে যান। যে ফিল্ডার ওই বল বাউন্ডারি হওয়া আটকান, তিনি বলটি তুলতে গেলে হাত থেকে ফস্কে যায় এবং বাউন্ডারি হয়ে যায়। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ শিবিরের ডাগআউটে ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে হাসতে শুরু করে দেয়। আর মাথায় হাত দিয়ে হাঁটুমুড়ে বসে পড়েন ওই ফিল্ডার। নেট দুনিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চলছে ইউরোপিয় ক্রিকেট লিগ। যা ইউরোপিয় ক্রিকেট চ্যাম্পিয়ন্স লিগ নামেও পরিচিত। এই ক্রিকেট টুর্নামেন্ট হয় টি-১০ ফর্ম্যাটে। ইউরোপীয় মহাদেশে ক্রিকেটকে জনপ্রিয় ও বিকশিত করার লক্ষ্যে এই ক্রিকেট চ্যাম্পিয়ন্স লিগ চালু হয়েছে।

Next Article