P.Bhuvaneswaran : ২০ বলে অর্ধেক টিম সাজঘরে, ১৬টি ডট; হইচই ফেললেন ভুবি
TNPL 2023 : মাত্র ২০ বলে বিপক্ষের অর্ধেক টিমকে প্যাভিলিয়নে ফেরালেন এক ভারতীয় বোলার। ২০ বলের মধ্যে ১৬টি ডট বল।
চেন্নাই: জোরকদমে চলছে তামিলনাড়ু প্রিমিয়র লিগ (TNPL 2023)। রবিচন্দ্রন অশ্বিনের মতো জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারও তামিলনাড়ুর এই ফ্র্যাঞ্চাইজি লিগের অংশ। টুর্নামেন্টে যেমন চার-ছক্কার বর্ষণ হচ্ছে তেমনই অনামী বোলাররা প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার ছিল তামিলনাড়ু প্রিমিয়র লিগে নেল্লই রয়্যাল কিংস ও আইড্রিম তিরুপুর তামিঝানের মধ্যে ছিল ম্যাচ। ১০ বল বাকি থাকতেই ম্যাচটি তিরুপুর জিতে নিয়েছে ৭ উইকেটে। এই জয়ের নেপথ্যে রয়েছে তিরুপুরের পেসার পি ভুবনেশ্বরণ (P.Bhuvaneswaran)। পাঁচ উইকেট নিয়ে বিপক্ষের ব্যাটিং বিভাগের কোমর ভেঙে দেন ভুবনেশ্বরণ। টিএনপিএলের চলতি মরসুমে এটাই প্রথম ফাইফার। ভুবির সামনে টিকতেই পারলেন না নেল্লই রয়্যাল কিংসের ব্যাটাররা। ১৮.২ ওভারে ১২৪ রান তুলে গুটিয়ে যায় রয়্যাল কিংস। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
তামিলনাড়ু প্রিমিয়র লিগে পাঁচ উইকেট নেওয়া দশম বোলার হলেন পি ভুবনেশ্বরণ। মাত্র ২০ বলে নেল্লই রয়্যাল কিংসের অর্ধেক টিমকে প্যাভিলিয়নে ফেরান। ভুবনেশ্বরণ ওই ২০ বলের মধ্যে ১৬টি ডট দিয়েছেন। মোট ১৭ রান খরচ করেছেন। ম্যাচে প্রথমে ব্যাটিং করে নেল্লই রয়্যাল কিংসের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লে ওভারে ৪ উইকেট খুইয়ে বসেছিল তারা। যার মধ্যে তিন উইকেট একাই নেন ভুবি। এরপর ২৯ বছরের পেসার প্রতিপক্ষের লোয়ার অর্ডারের দুই ব্যাটারকে সাজঘরে পাঠান।
Raise your hands for this TNPL’s first 5-fer! Bhuvaneswaran writes himself into the record books! ? #TNPLonFanCode pic.twitter.com/ofGrB7tZYa
— FanCode (@FanCode) June 20, 2023
ভুবনেশ্বরণের দুর্দান্ত বোলিংয়ের কারণে ১২৪ রানে অলআউট হয়ে যায় রয়্যাল কিংস। জবাবে তিরুপুর ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে নেয়। ৭ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে আইড্রিম তিরুপুর তামিঝান।