নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট বোর্ড অন্যতম ধনী বোর্ড। বিশ্ব ক্রিকেটের বিগ থ্রি ক্রিকেট বোর্ডের মধ্যে রয়েছে বিসিসিআই (BCCI)। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ভারতীয় ক্রিকেট বোর্ডেও দেদার অর্থ খরচ করা হয়। এ দেশের ক্রিকেটারদের বেতনও উচ্চমানের। অন্যান্য দেশের ক্রিকেটারদের চেয়ে অনেক বেশি বেতনই পান বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রতিবেশী পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বেতনভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল। তাতে দেখা গেল, পাক অধিনায়ক বাবর আজমের (Babar Azam) চেয়ে ১২ গুণ বেশি বেতন পাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সম্প্রতি বার্ষিক বেতনভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। এ+ ক্যাটেগরিতে আছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা আর রবীন্দ্র জাডেজা। এই ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক বেতন ৭ কোটি টাকা। এ ক্যাটেগরিতে আছেন ৫ ক্রিকেটার। বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদবনে।
পাক ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ক্যাটেগরিতে আছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহীন অফ্রিদি, ইমাম উল হক আর হাসান আলি। এই ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা। বিসিসিআইয়ের নতুন চুক্তি অনুযায়ী, বাবর আজমদের চেয়ে ১২ গুণের বেশি অর্থ রোজগার করছেন রোহিত, বিরাটরা। এমনকি বোর্ডের সবচেয়ে নীচের ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের বেতনও বাবর, শাহীন আফ্রিদি রিজওয়ানদের চেয়ে দ্বিগুণেরও বেশি।
ভারতের এ ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক বেতন ৫ কোটি টাকা। সেই তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল। বি ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক বেতন ৩ কোটি থাকা। সেই তালিকায় আছেন চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমন গিল। সি ক্যাটেগরিতে আছেন ১১ ক্রিকেটার। তাঁদের বার্ষিক বেতন ১ কোটি টাকা। সেই তালিকায় আছেন ঈশান কিশান, শিখর ধাওয়ান, অর্শদীপ সিং, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, শার্দূল ঠাকুররা। যে সমস্ত ক্রিকেটাররা তিন ফরম্যাটে নিয়মিত, তাঁরাই রয়েছেন বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটারদের তালিকায়।