ODI World Cup, MEA: বিশ্বকাপে পাকিস্তানের জন্য বিশেষ আতিথেয়তা নয়, পরিষ্কার বার্তা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 12, 2023 | 6:30 AM

CWC 2023, Pakistan Cricket Team: পাকিস্তান সরকারের পক্ষ থেকে সে দেশের বোর্ডকে দেওয়া নির্দেশিকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে সন্দেহ প্রকাশ করা হয়েছিল, তারই জবাবে পরিষ্কার করে দেওয়া হয়, পাকিস্তান টিমের জন্য বিশেষ আতিথেয়তা থাকবে না।

ODI World Cup, MEA: বিশ্বকাপে পাকিস্তানের জন্য বিশেষ আতিথেয়তা নয়, পরিষ্কার বার্তা
Image Credit source: twitter

Follow Us

ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। আর এই নিয়ে যেন বায়নাক্কার শেষ নেই পাকিস্তানের। দীর্ঘ সময় ধরেই চলছে। বিশ্বকাপে খেলতে না আসারও হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি টুর্নামেন্টে খেলতে না এলে, আখেরে ক্ষতি তাদেরই, টের পেয়ে যাবতীয় হুমকি থেকে পিছু হঠেছে। বায়নাক্কা অবশ্য কমেনি। খসড়া সূচি পাঠানোর পর, তা নিয়ে প্রবল জলঘোলা করেছে। অনেক ভেনুতেই নির্দিষ্ট প্রতিপক্ষর বিরুদ্ধে খেলার আপত্তি জানিয়েছে। নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষ টিম পাঠানো হয়েছে, এরপরও পাকিস্তান দলের আসা নির্ভর করছিল সে দেশের সরকারের ওপর। কিছুদিন আগেই সরকারের ছাড়পত্র পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই ছাড়পত্রেও এমন ভাব দেখানো হচ্ছে যেন, বিশ্বকাপ খেলতে আসাটা ভারতকে দয়া করা হচ্ছে। বিশ্বকাপে পাকিস্তান দল নিয়ে এ বার পরিষ্কার বার্তা ভারতীয় বিদেশ মন্ত্রকের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ভারতীয় বোর্ড আগেই পরিষ্কার করে দিয়েছিল, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও তা মেনে নেয়। টুর্নামেন্ট ভালো ভাবে আয়োজন করতে হাইব্রিড মডেলে খেলার সিদ্ধান্ত হয়। সেটা নিয়েও শেষ মুহূর্তে আপত্তি জানায় পাকিস্তান বোর্ডের নতুন চেয়ারম্যান। যদিও পরিস্থিতির চাপে ঢোক গিলতেও বাধ্য হন। হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ। পাকিস্তানে হাতে গোনা ম্যাচ। বাকি সবই শ্রীলঙ্কায়। ভারতীয় দল খেলবে শ্রীলঙ্কাতেই।

বিশ্বকাপে পাকিস্তান দলের ভারতে আসা নিয়ে নানা জটিলতা ছিল। তার মধ্যে অন্যতম নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের সংশয়। বিশেষ পর্যবেক্ষক দলও পাঠিয়েছিল পাক সরকার। তাদের রিপোর্টের ভিত্তিতে বোর্ডকে ছাড়পত্র দিলেও নিরাপত্তা নিয়ে সন্দেহ রয়েছে সরকারের। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী পরিষ্কার জানিয়েছেন, বিশ্বকাপে বাকি দলগুলির সঙ্গে পাকিস্তানের কোনও পার্থক্য করা হবে না।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে সে দেশের বোর্ডকে দেওয়া নির্দেশিকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে সন্দেহ প্রকাশ করা হয়েছিল, তারই জবাবে পরিষ্কার করে দেওয়া হয়, পাকিস্তান টিমের জন্য বিশেষ আতিথেয়তা থাকবে না। অরিন্দম বাগচী বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি দলগুলোর মতোই দেখা হবে পাকিস্তানকেও। আমরা অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করব। বাকি টিম গুলোর জন্যও একই ব্যবস্থা থাকবে। ওরা ম্যাচ খেলতে আসছে। এখানে কোনও যুদ্ধ হচ্ছে না।’ ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে যোগ করেন, ‘আশা করব, ভালো একটা ম্যাচ হবে।’

Next Article