T20 World Cup 2022: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 06, 2022 | 2:31 PM

Adelaide:বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান।

T20 World Cup 2022: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান
Image Credit source: twitter

Follow Us

অ্যাডিলেড : টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভে চূড়ান্ত নাটক। দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে হার দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের হারে দরজা খুলেছিল বাংলাদেশ, পাকিস্তানের কাছে। বলা যায়, ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যে জিতবে সেই সেমিফাইনালে। শেষ অবধি বাংলাদেশকে (Bangladesh) ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান (Pakistan)। মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে অবশ্য বিতর্ক তৈরি হল সাকিবের আউট নিয়ে। অনেকটা সময় নিয়ে তাঁকে লেগ বিফোর দেন আম্পায়ার। হয়। সাকিব রিভিউও নেন। রিপ্লে-তে ধরা পড়ে ব্যাট ক্রিজে লাগার আগে ব্যাটে বল লেগেছে। তৃতীয় আম্পায়ারও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে অটল থাকেন। প্রথম বলেই সাকিব ফেরায় আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ মিডল অর্ডার।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার নাজমুল হাসান শান্ত ৪৮ বলে ৫৪ রান করেন। মিডল ও লোয়ার অর্ডারে আর তেমন উল্লেখযোগ্য রান নেই। পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। বোর্ডে বড় রান তুলতে না পারায় ভুগতে হল বাংলাদেশকে। পাকিস্তানকে মাত্র ১২৮ রানের লক্ষ্য দিয়েছিল তারা। এই রান নিয়ে লড়াই করা কঠিন।

এ বারের বিশ্বকাপে ধারাবাহিক নন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম-মহম্মদ রিজওয়ান। এ দিনও ভাল শুরু করেও বড় রান পেলেন না। রিজওয়ান ৩২ বলে ৩২ রান করেন। অধিনায়ক বাবর আজম ৩৩ বলে ২৫ রান করেন। তিনে নামা মহম্মদ নওয়াজও ফেরেন মাত্র ৪ রানে। মহম্মদ হ্যারিস-শান মাসুদ পরিস্থিতি সামাল দেয়। হ্যারিস মাত্র ১৮ বলে ৩১ রান করেন। শান মাসুদের ১৪ বলে অপরাজিত ২৪ রানের সৌজন্যে ১৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ম্যাচের সেরা শাহিন আফ্রিদি।

Next Article