নয়াদিল্লি: বাবর আজমের পাকিস্তানের (Pakistan) মুকুটে জুড়ল নয়া পালক। আফগানিস্তানকে (Afghanistan) তিন ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। এরপরই আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের (ODI rankings) শীর্ষে পৌঁছে গিয়েছে বাবর আজমের দল। আফগানদের বিরুদ্ধে পরপর ২টি ওডিআই ম্যাচ জিতে পয়েন্টের দিক থেকে আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে ছুঁয়ে ফেলেছিল পাকিস্তান। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ বাবররা জিততেই আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এল পাকিস্তান। এ বার এশিয়া কাপে বিশ্বের এক নম্বর ওডিআই টিম হয়ে মাঠে নামবে পাকিস্তান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আফগানিস্তানকে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ক্লিন সুইপ করার পর আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছে পাকিস্তান। এই সিরিজের আগে ২০টি ওডিআই ম্যাচে ২৩১৬ পয়েন্ট নিয়ে এবং ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের ২ নম্বরে ছিল পাকিস্তান। আপাতত পাকিস্তানের পয়েন্ট ২৭২৫ এবং রেটিং পয়েন্ট ১১৮। ওডিআই ক্রমতালিকায় পাকিস্তান শীর্ষে চলে যাওয়ায় ২ নম্বরে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। ২৩ ম্যাচে অজিদের পয়েন্ট ২৭১৪ এবং রেটিং পয়েন্ট ১১৮। এ ছাড়া ৩৬ ম্যাচে ৪০৮১ পয়েন্ট নিয়ে এবং ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের তিন নম্বরে রয়েছে ভারত।
এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তান নিউজিল্যান্ডকে ৫ ম্যাচের ওডিআই সিরিজে ৪-০ ব্যবধানে হারানোর পর আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছিল। সে বার যদিও বাবর আজমের দলে এক নম্বর ওডিআই টিম হয়ে বেশিক্ষণ থাকা হয়নি। এ বার তেমনটা হল না।
উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাউদ শাকিলকে এশিয়া কাপের স্কোয়াডে যোগ করা হয়েছে। এর আগে তাঁকে শুধু আফগানিস্তান সিরিজের জন্যই মনোনীত করেছিল পিসিবি।
এশিয়া কাপের জন্য পাকিস্তানের স্কোয়াড – আবদুল্লা শফিক, ফখর জমান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), সলমন আলি আঘা, ইফতিকার আহমেদ, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হ্যারিস, শাদাব খান (সহঅধিনায়ক), মহম্মদ নওয়াজ, উসমা মীর, ফাহিম আশরফ, হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন আফ্রিদি।