করোনায় আক্রান্ত মিসবা আটকে জামাইকায়

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 26, 2021 | 9:10 AM

Misbah ul Haq: পাক বোর্ড অবশ্য প্রতি মুহূর্তে যোগাযোগা রাখছে মিসবার সঙ্গে। পাক কোচকে আপাতত অন্য এক হোটেলে সরানো হয়েছে।

করোনায় আক্রান্ত মিসবা আটকে জামাইকায়
করোনায় আক্রান্ত মিসবা আটকে জামাইকায়

Follow Us

কিংসটন: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (2nd test) জিতে সিরিজ ড্র করেছে টিম। উত্‍সবের মধ্যে আবার অন্য চাপে পাকিস্তান (Pakistan)। কোচ মিসবাউল হক (Misbah ul Haq) করোনায় (Covid 19) আক্রান্ত। যে কারণে পুরো টিম লাহোরের উদ্দেশে রওনা দিলেও থেকে যেতে হয়েছে পাক কোচকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের টিমের মধ্যে মিসবাই একমাত্র সদস্য, জামাইকা (Jamaica) ছাড়ার আগে যাঁর দুটো পিসিআর (PCR) টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি টিম দেশের উদ্দেশে রওনা দিয়েছে।

পাক বোর্ড অবশ্য প্রতি মুহূর্তে যোগাযোগা রাখছে মিসবার সঙ্গে। পাক কোচকে (Pakistan coach) আপাতত অন্য এক হোটেলে সরানো হয়েছে। ১০ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে তাঁকে। তারপর আবার দু’দফা টেস্ট হবে পাক কোচের। তা যদি নেগেটিভ আসে, তবেই দেশে ফেরার বিমান ধরতে পারবেন তিনি।

মিসবা করোনা আক্রান্ত হলে কী হবে, তাঁর টিম কিন্তু দারুণ পারফর্ম করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে শাহিন আফ্রিদি ৯৪ রানে ১০ উইকেট নিয়েছেন ম্যাচে। যে কারণে প্রথম টেস্ট হারলেও দু’ম্যাচের সিরিজ ড্র করতে পেরেছে পাকিস্তান টিম।

আরও পড়ুন: India vs England 2021: বিরাট-বধে লিয়ঁকে ছুঁলেন জিমি

Next Article