Pakistan Cricket : মোদী স্টেডিয়াম নিয়ে ঘোর আপত্তি! বিশ্বকাপে পাকিস্তানের পছন্দ কলকাতা-সহ আরও দুই শহর
ODI World Cup 2023 : বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায় পাকিস্তান। যদিও তাদের কিছু শর্ত রয়েছে। তার মধ্যে একটি হল, খেলার জন্য পছন্দের স্টেডিয়াম বেছে নেওয়া।
কলকাতা: চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) নিয়ে এক অদ্ভুত শর্ত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নজম শেঠি। এশিয়া কাপের ম্যাচ আয়োজনের জন্য পিসিবির হাইব্রিড মডেলের দাবি ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তান তারই শোধ তুলতে চায় বিশ্বকাপে। পাক ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান নজম শেঠি আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে বিশ্বকাপ চলাকালীন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে তাঁর শঙ্কার কথা জানিয়েছেন (Pakistan Cricket)। মোতেরা স্টেডিয়ামে তাদের খেলা নিয়ে আপত্তি রয়েছে। পাকিস্তান তাদের ম্যাচগুলি কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরুতে খেলতে চায়। বার্কলে এবং আইসিসির সিইও জিওফ অ্যালারডাইস সম্প্রতি পিসিবি কর্মকর্তাদের কাছে আশ্বাস নিতে এসেছিলেন যে, তারা ওডিআই বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যু চাইবে না। কারণ এসিসি ‘হাইব্রিড মডেল’-এ এশিয়া কাপের ম্যাচ আয়োজনের তাদের দাবি প্রত্যাখ্যান করেছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
পিসিবি সূত্রে জানা গিয়েছে, শেঠি বার্কলে এবং অ্যালারডাইসকে জানিয়েছেন যে, পাকিস্তান আমেদাবাদে তাদের ম্যাচগুলি খেলতে চায় না। যদি না এটি নকআউট বা ফাইনাল ম্যাচ হয়। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানান, যদি পাকিস্তান সরকার ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি দেয়, তাহলে পাকিস্তানের ম্যাচগুলি চেন্নাই, বেঙ্গালুরু এবং কলকাতায় আয়োজন করা হোক। আইসিসির কাছে এই অনুরোধ রেখেছেন নজম শেঠি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এখন ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ বা বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য় প্রথম পছন্দ। তাহলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানের খেলতে আপত্তি কীসের?
জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমেদাবাদে পাক দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যদিও ২০০৫ সালে ইনজামাম-উল-হকের নেতৃত্বে পাকিস্তান মোতেরা স্টেডিয়ামে একটি ম্যাচ খেলেছিল। শেঠি আরও বলেছেন যে, আগামী পাঁচ বছরের চক্রে আইসিসির রাজস্বের পাকিস্তানের ভাগ না বাড়ানো হলে তিনি নতুন রাজস্ব মডেল গ্রহণ করবেন না।