AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket : প্রবল সমালোচনার মুখে হুঁশ ফিরল পিসিবির, নয়া ভিডিয়োতে ঠাঁই পেলেন ‘কাপ্তান’

ইমরান খানের অনুরাগীদের কাছে মাথা নত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভুল বুঝতে পেরে পিসিবি নয়া ভিডিয়ো আপলোড করেছে।

Pakistan Cricket : প্রবল সমালোচনার মুখে হুঁশ ফিরল পিসিবির, নয়া ভিডিয়োতে ঠাঁই পেলেন 'কাপ্তান'
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 12:15 PM
Share

কলকাতা : শুধু ইমরান খানের অনুরাগীরাই নন, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদেরও রোষ আছড়ে পড়েছিল পিসিবির (PCB) উপর। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসরা হতবাক হয়ে টুইট করেছেন। তাঁরা বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত নিঃশর্ত ক্ষমা চেয়ে নতুন ভিডিয়ো আপলোড করা। প্রবল সমালোচনার মুখে পড়ে তিনদিন পর ‘ভুল’ শুধরেছে পিসিবি। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ইমরান খানকে রেখেই নতুন ভিডিয়ো রিলিজ করা হয়েছে। গত ১৪ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করে পিসিবি। যেখানে পাক ক্রিকেটের উল্লেখযোগ্য মুহূর্তগুলিকে এবং দেশটির বিখ্যাত ক্রিকেটারদের তুলে ধরা হয়। ১৪ অগস্ট পিসিবির শেয়ার করা ওই ভিডিয়োতে ছিলেন না ইমরান খান (Imran Khan)। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন ভিডিয়ো প্রকাশ করেছে। তিনদিন ধরে টানা সমালোচনার পর জেগে উঠেছে সেদেশের ক্রিকেট বোর্ড। বুধবার মধ্যরাতে একটি নতুন ভিডিও শেয়ার করেছে পিসিবি। ক্যাপশনে লেখা, “পিসিবি ২০২৩ বিশ্বকাপের জন্য প্রচার শুরু করেছে। ১৪ অগস্টে একটি ভিডিয়ো আপলোড করা হয়েছিল। দৈর্ঘ্যের কারণে ভিডিওটি সংক্ষিপ্ত আকারে শেয়ার করা হয়। ভিডিয়োতে কিছু গুরুত্বপূর্ণ ক্লিপ অনুপস্থিত ছিল। ভিডিয়োটির সম্পূর্ণ সংস্করণে সেগুলি শোধরানো হয়েছে।”

প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরামও ভিডিয়োতে ইমরান খানের অনুপস্থিতির বিরোধিতা করেছেন। তিনি টুইটারে লেখেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু ইমরান খান বিশ্ব ক্রিকেটের একজন আইকন। তিনি তাঁর সময়ে পাকিস্তানকে একটি শক্তিশালী দল হিসাবে গড়ে তুলেছিলেন। আমাদের পথ দেখিয়েছিলেন। পিসিবির উচিত ভিডিয়োটি সরিয়ে ফেলা এবং ক্ষমা চাওয়া।” ওয়াসিম ছাড়াও পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের একই দাবি ছিল। পাকিস্তান এখন পর্যন্ত মাত্র একবার ওডিআই বিশ্বকাপ জিতেছে। সেই বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেন ছিলেন ইমরান খান। পরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন ইমরান।