Pakistan Cricket Team: ৭ বছর পর ভারতে এল পাক ক্রিকেট টিম, বিশ্বকাপের উত্তেজনায় ফুটছেন বাবররা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 28, 2023 | 7:28 AM

ICC World Cup 2023: ভারতের মাটিতে পা রাখলেন বাবর আজমরা। আর দিন দুয়েক পর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান। বাবর আজমের গ্রিন আর্মির বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৬ অক্টোবর।

Pakistan Cricket Team: ৭ বছর পর ভারতে এল পাক ক্রিকেট টিম, বিশ্বকাপের উত্তেজনায় ফুটছেন বাবররা
৭ বছর পর ভারতে এল পাক ক্রিকেট টিম, বিশ্বকাপের উত্তেজনায় ফুটছেন বাবররা

Follow Us

হায়দরাবাদ: দীর্ঘ ৭ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপের আবহে পাকিস্তান ক্রিকেট টিম (Pakistan Cricket Team) আজ, ২৭ সেপ্টেম্বর পৌঁছে গেল হায়দরাবাদে। এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার খেলার জন্য ভারতে এসেছিল পাক ক্রিকেট টিম। আসন্ন ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) জন্য পাকিস্তানের যে ক্রিকেটাররা ভারতে খেলতে এসেছেন তাঁদের অনেকেরই এ দেশে খেলার অভিজ্ঞতা নেই। মহম্মদ নাওয়াজ ও আঘা সলমন মাত্র এই দু’জন এর আগে ভারতে খেলেছেন। দুবাই হয়ে লম্বা সফর করে ভারতে এসেছে গ্রিন আর্মি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ, বুধবার সকালেই পাকিস্তান ক্রিকেট টিম লাহোর থেকে প্রথমে দুবাইতে পৌঁছে যায়। এরপর বাবর-শাদাবদের দুবাইয়ে বিমানের জন্য দীর্ঘ ৯ ঘণ্টা অপেক্ষা করতে হয়। তারপর দুবাই থেকে হায়দরাবাদের বিমান ধরে অবশেষে ভারতের মাটিতে পা রেখেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট টিমের জন্য ভারতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, আপাতত পাক ক্রিকেট টিমকে হায়দরাবাদের পার্ক হায়াত হোটেলে রাখা হয়েছে।

৫ অক্টোবর শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। আর দিন দুয়েক পর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান। বাবর আজমের গ্রিন আর্মির বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৬ অক্টোবর। ভারতে আসার আগে পাকিস্তানে যে প্রেস কনফারেন্স করেছিলেন বাবর আজম, তাতে তিনি জানিয়েছিলেন, ভারতে খেলার অভিজ্ঞতা নেই ঠিকই, কিন্তু তিনি এখানে খেলার যাবতীয় প্রস্তুতি নিয়ে আসছেন।

পাক ক্রিকেট টিমকে স্বাগত জানিয়েছে হায়দরাবাদ। পিসিবি তাদের সোশ্যাল মিডিয়া সাই X এ সেই ভিডিয়ো শেয়ার করেছে।