কলকাতা : ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে। ১৫ অক্টোবরের ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা শুরু ক্রিকেটপ্রেমীদের। আমেদাবাদের হোটেলগুলিতে অক্টোবরের বুকিংয়ের জন্য হুড়োহুড়ি। হোটেলের ভাড়া বাড়ছে চড়চড়িয়ে। এদিকে পাকিস্তানের ভারতে খেলতে আসা এখনও নিশ্চিত নয়। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে ওডিআই বিশ্বকাপে (Cricket World Cup 2023) খেলতে আসার অনুমতি চেয়ে পাক সরকারকে চিঠি দিয়েছে পিসিবি। এর পাকিস্তানের তরফে বিশ্বকাপের ভেনুগুলির নিরাপত্তা খতিয়ে দেখে তবেই অনুমতি দেবে পাক সরকার। এছাড়া আমেদাবাদে ভারত-পাক ম্যাচের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তবে এসব নিয়ে ভাবতে রাজি নন পাকিস্তান ক্রিকেট টিমের সদস্যরা। বাবর আজমের দলের ফোকাস শুধুই বিশ্বকাপ। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত তিন দশক ধরে ভারত-পাকিস্তান ম্যাচ হল বিশ্বকাপের অন্যতম হাইলাইট। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান প্রথম বার ভারতকে হারায় ২০২১ সালে। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে ১০ উইকেটে হারের যন্ত্রণা দিয়েছিলেন শাহিন আফ্রিদিরা। সেটা অবশ্য টি ২০ ফরম্যাটে। ওডিআই বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে এখনও অপরাজিত ভারত। সেই ম্যাচে দারুণ অবদান রেখেছিলেন শাহিন আফ্রিদি। ভারতের মাটিতে ভারতীয় দলকে হারিয়ে সেই রেকর্ডও ভেঙে চুরমার করে দিতে চান শাহিন। তাই আমেদাবাদে ১৫ অক্টোবরের ভারত-পাক ম্যাচ ফোকাসে শাহিন আফ্রিদি, বাবর আজমদের। অন্য কিছু নিয়ে ভাবতে রাজি নন তাঁরা।
পাকিস্তানের এক স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহিন বলেছেন, “আমাদের অন্য কিছু ভাবা উচিত নয়। সব ভাবনাচিন্তা ছেড়ে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচের দিকে মনোযোগ দেওয়া উচিত। কীভাবে বিশ্বকাপ জিতব সেদিকে নজর দেওয়া উচিত। দল হিসেবে সেটাই আমাদের লক্ষ্য।” চোট সারিয়ে টেস্ট দলে কামব্যাকের জন্য তৈরি শাহিন। তিনি বলেছেন, “আমি পুরোপুরি ফিট। তাই টেস্ট দলে ফিরেছি। পুরো ফিট না হলে স্কোয়াডে আমার নাম থাকত না। আমি পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলছি। কোনও ক্লাব লেভেলের টিমের জন্য নয়।”