Mohammad Rizwan: মার্কিন মুলুকে মাঝরাস্তায় গাড়ি থামিয়ে নামাজ পড়লেন পাক ক্রিকেটার!
Mohammad Rizwan Namaz, Watch Video : পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ রিজওয়ান কিছুদিন আমেরিকায় ছিলেন। সেখানে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নামাজ পড়তে শুরু করেন তিনি। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কলকাতা: নিজ ধর্মের প্রতি অগাধ প্রেম। তাই যেখানে সেখানে নামাজ পড়তে দ্বিধাবোধ করেন না পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। অতীতে ম্যাচ চলাকালীন মাঠেই নামাজ পড়তে দেখা গিয়েছে পাক ক্রিকেটারকে। এ বার সেই ঘটনাকেও ছাপিয়ে গেলেন তিনি। এ বার ভিন দেশে গিয়ে মাঝরাস্তায় গাড়ি থামিয়ে নামাজ পড়তে দেখা গেল বাবর আজমের সতীর্থকে। পাকিস্তানের (Pakistan Cricket) জাতীয় দলের ক্যাপ্টেন বাবর আজম ও রিজওয়ান দু’জনই মার্কিন মুলুকে গিয়েছিলেন। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি এডুকেশন প্রোগ্রামে অংশ নিয়েছিলেন তাঁরা। প্রোগ্রাম শেষে পথের ধারে দাঁড়িয়ে নামাজ পড়ে শিরোনামে রইলেন রিজওয়ান। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
এশিয়া কাপ নিয়ে পাকিস্তান এখন বিপাকে। পাকিস্তান এশিয়া কাপ বয়কট করতে পারে বলে গুঞ্জন চলছে। অনিশ্চয়তার মাঝেই আমেরিকার হাভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি কোর্স করতে গিয়েছিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। প্রোগ্রাম শেষে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের হাতে কোরান তুলে দেন দু’জনে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। তবে রিজওয়ানের কীর্তি সেসবকে ছাপিয়ে গেল। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, মহম্মদ রিজওয়ান পথের ধারে গাড়ি থামিয়ে ফুটপাথের উপর কাপড় বিছিয়ে নামাজ পড়ছেন। তাঁর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন লোকজন। আলোচনা ও সমালোচনা দুই-ই জুটেছে রিজওয়ানের কপালে।
Mohammad Rizwan stopped his car and offered namaz on the street in US ??
Ma Shaa Allah ❤️ pic.twitter.com/2FDpXjEcQv
— Farid Khan (@_FaridKhan) June 6, 2023
পাকিস্তান ক্রিকেটের অন্যতম ভরসার নাম বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। মাঠে জুটি বেঁধে প্রতিপক্ষের বোলারদের শাসন করেন। জুটি বেঁধে আমেরিকার বস্টনে হার্ভার্ড বিজনেস স্কুলের একটি এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নেন দু’জনে। পড়াশোনার ফাঁকে ইসলাম ধর্মের প্রচার চালিয়ে গেলেন তাঁরা।